(লেখাটির সারমর্মঃ কিছু ফুল যেমন অতি অনাদরে ফোটে আবার ঝরে যায়। কেউ তার প্রতি দৃষ্টি দেয় না বা দেবালয়ে পূজায় তার ডাক পরে না। কিন্তু প্রকৃতি তাকে আদর সোহাগ দিয়ে জড়িয়ে থাকে তার সাথে। তেমনই সমাজে অনেক পিছিয়ে পরা শ্রেণী, সর্বহারা লোক, যাদের কেউ নেই, যাদের দিকে কেউ দৃষ্টি দেয় না। দুঃখ দুর্দশায় চরম হাহাকারে ভরা তাদের জীবন, কিছু সমাজসেবী, সহৃদয় মহান ব্যক্তি কিন্তু সবসময় তাদের সহায়তা করতে চেষ্টা করে বা করে থাকে। "সুরের দোলায় সাজায় ভেলা/কবির গাথায়/পলকেই। "কবি", এখানে রূপকে সেই সব লোকগুলিই। কবিকে এজন্যেই রূপক করা হয়েছে, সাধারণত কবিরা উদার হৃদয় হয়ে থাকেন আর সমাজের অন্ধকার দিকগুলি আলোকে নিয়ে আসেন। কিছু এমন মহান সহৃদয় মানুষ আছে বলেই এখনো ধরা বেঁচে আছে, রসাতলে যায় নি।)


কিছু ফুল দুঃখ শোকে
কাঁদতে চলে একলাই;
কেউ করে না পরোয়া তাদের
দেবালয়ে দেয় না
ঠাঁই।


তবুও জেনো আকাশ উদার, বাতাস
কী বা রবির কিরণ,
আদর করে সোহাগ মেখে
জড়িয়ে করে তাদের
বরণ।


জীবন যেথায় করুণ ভীষণ
দুখের বারির পলেতেই,
সুরের দোলায় সাজায় ভেলা
কবির গাথায়
পলকেই।