"সংগ্রাম"


মাগো আমার পা চলেনা বোঁঝার ভারে ওগো,
তাও কী মা ভয় নেই রে
পৌছে ঠিকই যাব।
এখন তো মা ভর দুপুর রোদ্দুরেতে ঠা ঠা,
ধৈর্য ধর একটু মা'গো, আনছি
আমি টাকা।
আজকে মাগো লোহা সিসা অনেক পেলাম ওগো,
আর দু'খানি খেলনা ভালো
ভাইকে আমার দেবো।
কাঁদবি নে মা বাবার তরে একটু বড় হই,
করব রে মা-ভালো তা'রে
শরাব ছাড়াবই।
ভাইকে মা'গো স্কুল পাঠাব একটু বড় হলে,
দুধ কিনে মা আনব আজ, একটু
রাখো কোলে।
আজকে মাগো থলে ভরা-আনব কিনে চাল,
আর মা'গো শাক সবজি
আর আনব ডাল।
লাকড়ি মা'গো তাও পেয়েছি মাথায় নিছি মা'গো,
ফাল ফাল কাঠ অনেক গুলি
বলছি রে মা, হ্যাগো।
এখন তো মা ভর দুপুর রোদ্দুরেতে ঠা ঠা,
ধৈর্য ধর একটু মা'গো, আনছি
আমি টাকা।


“সোনার পরী”


সোনার পরী-সোনার দেশের মেয়ে-নেচে যা,
কুড়িয়ে পথের-ধুলায় মিশে
হেসে যা।
আকুল হৃদয়-বাঁধ ভেঙে আজ, আকাশ রে,
বাতাস আজি শ্বাস রুধিতে
কান্না রে।
সাগর দোলা আজ বারিতে-লহর বাঢ়,
আজ কাঁদিতে পরান আমার
ভাঙলো বাঁধ।
ভাঙলো বাঁধ,ভাঙলো বাঁধ, ভাঙলো বাঁধ।
স্বপ্ন রঙিন সাত মহলায় ভাসতে ওরে,
আজকে পথের কুড়িয়ে ধুলো
প্রাণটি মিলে।
পথের ধূলোয় মুক্তো কণায় শিশির বারি,
পথ চলা তোর মাথায় বোঝা
সইতে নারি।
সাগর দোলা আজ বারিতে-লহর বাঢ়,
আজ কাঁদিতে পরান আমার
ভাঙলো বাঁধ।
ভাঙলো বাঁধ,ভাঙলো বাঁধ, ভাঙলো বাঁধ।
সোনার পরী-সোনার দেশের মেয়ে-নেচে যা,
কুড়িয়ে পথের-ধুলায় মিশে
হেসে যা।


“রাজারাম”


আয়ারাম গয়ারাম বন গয়া রাজারাম,
আগডুম বাগডুম ঘোড়াডুম
তার দাম।
খাস পাতা বিচালিতে মন তার ভরে না,
বিরিয়ানি খাসী তার, নিত্য
সে রান্না।
কলিজার স্যুপ চাই শোষণের রক্ত,
আগে পিছে অনুরাগী, লতপতে
ভক্ত।
আর চাই হীরে মোতি গরীবের বস্তিটা,
খাটালটা উচ্ছেদে, লেঠেলের
লাঠিপেটা।
তেরে মেরে খানদানী জামদানী পাঞ্জাবি,
কেতা তার রাজ ভাব, ঢঙ্কারে
জিন্দেগি।
আয়ারাম গয়ারাম বন গয়া রাজারাম,
আগডুম বাগডুম ঘোড়াডুম
তার দাম।