Sanjay Karmakar
  · YcesrteugtrSuudaaiy tatltp 2oa:lamn5insod7r iegPddM  ·
"The soil of our Village"


The soil of our village is truly pure in its divine form
the God has created it to keep us all in affection.
He has enriched it with the fruits & vegetables
farm house with the farmer;
all the hours to serve us food & safety superior.
We are blessed to born here mingle with the soil
we think simple and live in harmony at all
we hold each other in our soul in time of pain and sorrow
we are blessed with greenery and generous air although.
Our birth and and our acts is in the yard of Parijat in heaven
happily in the mud of the village all we live in
O mother, your heavenly bliss in your gentle shade
we are pride in your beauty that the God has made.


(বাংলাতে আমার লেখা মূল কবিতাটি অধ প্রকাশিত)


"গাঁয়ের মাটি"
.
গাঁয়ের মাটি শতেক খাঁটি দিব্য তার ওই ছায়
ভরণ পোষণ দিতেই তারে সাজায় বিধাতায়।
ফল ফলাদি আর আবাদী কৃষক তার ঐ খেতি
খাদ্য খাবার রসদ সেবা দিতেই দিবা রাতি।
জন্মে হেথায় ধন্য ও মা মাটির সাথে মিশে
গাঁ এর মানুষ সরল বিধায় রই যে মিলেমিশে।
দুঃখে পরাণ বাঁধতে জনায় এক সে হৃদে রই
শ্যামল কানন উদার সে বায় ধন্য মোরা হই।
সাধের জনম আর গো করম পারিজাতের বনে
কর্দমেতে লিপ্ত কায়ে সুখ যে মোদের সনে।
ও মা তোমার কোমল ছায়ে স্বর্গ সম সুখ
রূপ আর রাগে তোমার মাগো গর্ব ভরে বুক।


(সংযোজনাঃ  অনুবাদ কবিতা প্রকাশের আসরের সমস্ত নিয়ম মেনেই লেখাটি প্রকাশ দেওয়া হয়েছে বা দিয়েছি; ৩/১২)