Sanjay Karmakar
19h
  ·


ও কাকু, তোমরা কর-কতই নিয়ম নীতি
পথের ধুলায় প্রাণ যে মোদের-নিত্য শুধুই দেখি।
তোমরা বড় আমরা ছোট পথের ধুলায় রই
আজ বেদনায় শুন কাকু একটি কথাই কই।


কাল যে তোমার ছেলের অসুখ রক্ত চেয়েছিলে
রেয়ার গ্রুপের রক্ত ছিল কেউ কী তোমায় দিলে!
রক্ত বেচে মোদের নিমাই কয়টা টাকা দিসো?
পাঁচশো হাজার টাকায় নিলাম, জীবন ছেলের নিসো।


আজ সে নিমাই পথের কাঙাল নাও কী তার ওই খোঁজ
শুন কাকু রক্ত বেচেই,  হয় যে মোদের ভোজ।


আজ পূজোতে রক্ত দিতে বেচতে মোরা চাই
রক্ত বেচেই বস্ত্র নতুন মোদের ঠিকানাই।


বিঃদ্রঃ লেখাটি প্রিয় কবি লক্ষণ ভান্ডারী মহাশয়ের লেখা কবিতা,"শ্রী শ্রী মহাশক্তির আরাধনা.........দেবী বন্দনা শ্রী শ্রী মহাষ্টমী পূজা" কবিতার উত্তর দিতে গিয়ে তার কবিতার কমেন্ট বক্সে লিখেছিলাম।