Sanjay Karmakar


  · Ju86nsstm67or7 n9oit0w41  ·
"তিন মোড়ল"


তিন মোড়লের হেঁসেল ঘরে
                                          টাক ডুমা ডুম তাক
সেঁধিয়ে গেলে দেখবে যা কই
                                           রুদ্ধ হবে বাক।
এক মোড়লের গোঁফের তলে
                                           জ্বলজ্বলে ভাই বাতি জলে
আরেক মোড়ল চাগিয়ে ঘোড়া
                                           ফন্দি আঁটে তলে তলে।
কড়াই ছিল তপ্ত অতি
                                            ছা ড়া রা রা রা!
ফসকে গিয়ে কুসুম কলি
                                            কাঁদছে বেচারা।
আর যে মোড়ল ঘানি পেষাই
                                             করান তিনি জনে জনে
ছাল দিয়ে পিঠ লোহিত বরণ
                                            মন্ত্র ফোঁকেন রণে বনে।
তিন মোড়লের কান্ড বাড়া
                                             জনগণের হিতে
কাঁপন ধরে শরীর সবার
                                             ঝম্প করে শীতে।
(লেখাটি সরাসরি এখনই এখানে লেখা)


Sanjay Karmakar


  · YestSp106h92terld5ayu 7at9 u6:407t tAhdM  ·
"সঞ্জয় কর্মকার"


যুগল কবিতা,"হাই হাই তাই তাই"
"সঞ্জয় কর্মকার"


হাই হাই তাই তাই চলিতেছে বঙ্গে
চাষ বাস সবই তারি, মতি তারি রঙ্গে।


"শ.ম. শহীদ"


আমি আছি আঠালি, দলবলও সংগে
ফাঁক পেলে চুষে খাই, খাই নানা ঢঙ্গে।
খাওয়াতে আনকোরা
খেয়ে চলি আগাগোড়া
যে খায় সেই ভালো থাকেন এই বঙ্গে!


"সঞ্জয় কর্মকার"


আর ছালে দেই ঢেলে আগুনেরই ফুলকি,
হরিবোলে মতি নাই চাল চালি দুলকি।
পায়ে সাধি জোড়া ফুল ধুলা দিতে চো্ক্ষে
গলা উঁচু সাধলে গো, পাবে নাকো রক্ষে।