Sanjay Karmakar
t1i08s492e1 3g1a2hrs5a7  ·
"শোধ"


আমরা হলেম জালিম জাতি বন্য জেমুন রই
শোধের বালাই নাই রে খালুই সত্য কথাই কই।
রক্ত দিয়ে মহল গড়ি
মোদের তো ভাই বাঁশের বাড়ি,
শোষণ শাসন ভর্ৎসনা ওই, বঞ্চনা সব সই।


শুধতে গেলে ভাঙবে সে গড় বলছি খালু দীন
জাগলে সে জাত ভাঙবি মচাৎ শুধাই যদি ঋণ।
বঞ্চনার ওই হর এক প্রহর
ভাব রে খালু কর রে ঠাওর,
বাজাই যদি রুদ্র বীণার, বজ্র তার ওই ধুন।


Sanjay Karmakar
Ye26fuspter4damcy1u ao1at 695:27e1hh AiM  ·
"তপ্ত সীসে"


ঘর আমাগো দেয় নি মাগো
                       পথেই মোরা রই
তোর জাহানে তপ্ত সীসে, মাগো;
                        নরক জ্বালা সই।
ছাওয়াল মাগো মানুষ হলো
                     জোয়ার জলে ভাসে
না খেয়ে ধন উপচে দিলাম
                    তার লাগি ঘর বেঁচে।
শিক্ষা শেষে ও মা তোমার
                       ছত্র ছায়ায় যারা
চাকরি মাগো ধন আর ধনী
                     ঘুষ দিলে পায় তারা।
ত্রাণের টাকা গরিব ভাতা
                      ভাতার ছাতার সবে
নেতা দাদা গুন্ডা রাজে
                   কী আর মোদের দেবে!
জন্মে তোর ঐ ভূমের সে তল
                        দুঃখ শুধুই পাই
তবুও ও মা ধন্য হেথা
                      তোমার গাথাই গাই।
সবুজ ঘেরা কুঞ্জ বনে
                         সবাই থাকে সুখে
না দিক স্নেহ নাই মমতা
                        রও মা তুমি বুকে।