(লেখাটি শ্রদ্ধেয় প্রিয় কবি শ্রীমতি শম্পা ঘোষ মহাশয়াকে নিবেদিত)


তুলসী সুবাস ঘ্রাণ মেতেছে
দিদির ধরা তল,
আব্রু বাঁধা তার ঐ কাছে
দিব্য কোলা-
হল।


সেই রননে থমকে গেলাম
সাধের সে ধন তায়;
আজ তামাদি নাই তো বেদি
ঘরের দাওয়া
টায়।


দাওয়াই কোথায়! আজকে দিনে
দাবাই তলে প্রাণ;
কলসে কাঁনায় মারতে সে ছল
নাই তো প্রেমের
গান।


তুলসী বিতান সোহাগ মাখি
দেয় না কেহই বাতি;
ভক্তি সে গীত আর বাজে না
প্রভাত কী বা
রাতি।


তোমায় দিদি দিলেম সেলাম
আজ যে রোশনাই;
তুলসী প্রেমে তার বিতানে
জোড় হাত ধরি
তাই।