Sanjay Karmakar
  · 2t105g S6hccns1r3hlmcarsfd  ·
"তুমি ছিলে মোর সারথী এ মন"


তুমি ছিলে মোর সারথী এ মন /তুমি ছিলে মোর সাথী/তুমি ছিলে হৃদ নিলয় আমার /
আজিকে নিশীথ রাতি।
জ্বলে নাই দীপ দীপক রাগিণী /বাগিচাতে নাই কলি/ হারায়ে তোমায়-
শূন্য এ মন/আঁধারেতে পথ চলি/আঁধারেতে পথ চলি।
খর বায়ে পথ কাঁদিছে আকুল/ সাধিবারে সেই পণ/ জনমে জনমে লভিতে তোমারে/ তোমার ওই আরাধন/ সখী, তোমার ওই আরাধন।
তুমি ছিলে মোর সারথী এ মন /তুমি ছিলে মোর সাথী/তুমি ছিলে হৃদ নিলয় আমার /
আজিকে নিশীথ রাতি।


Sanjay Karmakar
  · Nov2e4tlmS4pobtera 110t at r3:e554 f0AM0  ·
"বড় ব্যথা"


বড় ব্যথা তারি কথা
স্মরণেতে মন, ছিল সে যে
প্রাণ মোর হৃদয়ের ধন।
নিধিবনে ফুলের ওই
বাগিচায় কলি, করেছিনু তারি সাথে
কত খেলাখেলি।
পায়ে দলি
সে যে মোরে ভাসায়ে আকুল
জানি না তো কেন সে যে
হারালো গোকুল।
তাহারি বিহনে শয়নে স্বপনে
ব্যথারই সে বীণ বাজে; রূপ নাই রঙ
হৃদয় হে মোর; কাঁদে ওগো
অবসাদে।
হে মোর পরম হারালে মরম
প্রেম দিলে পথে ফেলি;
পাষাণ কেন গো হলে গো আজিকে
দিলে তারে পায়ে
ডলি?