Sanjay Karmakar
c1tSpa6oo nisorheorsudo  ·
"তুমি যে আমার"
.
তুমি যে আমার দুখের সে নদ হলাহলে তার বারি
তুমি যে আমার ধ্বংসের নাদ তীক্ষ্ণ নখের সারি।
তুমি যে আমার ফুল বাগিচায় আগাছার চাষাবাদ
তুমি যে আমার সুখ হরা সুর বিষে ভরা কোকনদ।
তুমি যে আমার জীবন পথের কাঁটায় বিছানো রাহা
তুমি যে আমার গুপ্ত ঘাতক পাতক সে মন কায়া।
তুমি যে আমার মনন ও হৃদে ব্যথা ভরা প্রকরণ
তুমি যে আমার অরি সে জায়া হরিতে আমার প্রাণ।


তোমাকে পেলেই আমার দিলেই ভয়ভীত ছায় মন
তোমাকে পেলেই হতাশা ও ক্রন্দনে; ভাসে গো আমার প্রাণ।
তোমাকে পেলেই দূর দূর ছায় লিপ্ত বেদনা তায়
তোমাকে পেলেই হৃদ বিদারিত বিস্ফোটে মন হায়।
তোমাকে পেলেই শূন্য সে মন বেদনার গীত গায়
তোমাকে পেলেই শূলেতে কাঁটায় হৃদয় বিঁধিত হয়।