Sanjay Karmakar
  · ortepgut90n6m2io58sw437h5J  
(প্রিয় কবি অচিন্ত্য সরকারের অকালমৃত্যুতে গভীর ভাবে শোকায়ত হয়ে তার স্মৃতির উদ্দেশ্যে আমার এ ক্ষুদ্র নিবেদন)


তুমি কী দয়াল নও!!


সবাই তো যায় চলে, তবে সময় কালে,
হে ঠাকুর , অসময়ে, তুমি কেন তারে নিলে?
সময় হয় নি যারে, হারাবারে,
কী দোষে তারে, নিলে তুমি দ্বারে,
পরিবার তার, ঠেলে দিলে পারাবারে?
তুমি কী দয়াল নও!!


ব্যাপৃত আজিকে বিষাদিত সুর
উঠিলো আজিকে বাজি;
মলয় সাজিলো ঘোর কালিমায়
পাষাণ তোমার রাজ-ই।


বীণায় বাজিছে সুপ্ত শিখল
শিথিলতা মন মাঝি,
ধর্ম তোমার ই, মর্ম বিনাশী,
দানবতা ধরা সাজ-ই।


সবাই তো যায় চলে, তবে সময় কালে,
হে ঠাকুর , অসময়ে, তুমি কেন তারে নিলে?
সময় হয় নি যারে, হারাবারে,
কী দোষে তারে, নিলে তুমি দ্বারে,
পরিবার তার, ঠেলে দিলে পারাবারে?
তুমি কী দয়াল নও!!