Sanjay Karmakar


  · September 27 at 11:03 PM  ·


আসলো শরৎ কোমল পরশ দিব্য তার ঐ ছোঁয়া
ঢ্যান  কুরা কুর বাদ্যি মাদল আগমনী গাওয়া।
শিউলি তলা ভরলো ফুলে সুঘ্রাণ তারি বয়
শরৎ আজি প্রেমের সে দোল প্রাণের কথা কয়।


শরৎ মানে শুভ্র সুনীল পুঞ্জ মেঘের ভেলা
শরৎ মানে সৌরভের ওই পুণ্যতোয়ার মেলা।
শরৎ মানে দিব্য সূচি ঐশী সে তার রাজ
শরৎ মানে অসুর নিধন আর সে ঢাকের সাজ।


শরৎ এলে পাখনা মিলে ধনী গরিব সবে
শরৎ এলে দীন দু;খী রয় না কেহই ভবে।
শরৎ এলে মনের দুয়ার উপচে খুশির বান
শরৎ এলে সকল ভুলে খুশির ধরে গান।


শরৎ এলে মন যে মাতে স্নিগ্ধ নীলাকাশে
পাড়ায় পাড়ায় চাঁদার বাহার মা'এর সুবাস তাতে।
শরৎ এলে প্রাণের গাঙে প্রশান্তির ওই ঢল
শরৎ এলে ঐক্য সে তার বাঁধন ধরাতল।


শরৎ সে তার নাইকো বাহার কুটির যেথায় দীন
দীর্ণ যেথায় অনেক ব্যথায় জীর্ণ যে হয় হীন।
নাইকো প্রাণের প্রদীপ জ্বালা অন্ধ সে তার দ্বার
আয় রে উমা আয় রে শরৎ করতে রে উদ্ধার।