Sanjay Karmakar
  · tSooJnuptsitorn snoorewgdgd  ·
প্রেমের লেখা,"উপহার"


ভাষায় ভাসায় দিলে গো আমায় নন্দিত উপহার
বাঁধিনু পরাণে আজি উজল সে গীত;
পুলকে ভরিলো
দ্বার।


মধুরেন বুলি বরণে সোহাগে হৃদয়ে লইনু তুলি
হেরিয়া অলকে প্রশমিত মন;
জগত তাহারে
ভুলি।


আজিকে গোকুলে ব্রজ নাই তাই ক্রন্দনে ব্রজবাসী
কপটতা তায় গ্রাসিয়াছে মূক; মূঢ়তা তাহার দাসী।
লোহিত বরণে মেদিনী আজিকে রুধিরে বহিছে ধারা
ভকতি আজিকে নাহি রে গোকুল; ব্যাকুল আজিকে ধরা।
প্রেম হীন রব হীনতা হানিতে; ঘৃণিত সে তল আজি
শঙ্কা নিনাদে ক্লিষ্ট সে কায়; বৃক্ষ ও তরু রাজি।


মধুরেন বুলি বরণে সোহাগে হৃদয়ে লইনু তুলি
হেরিয়া অলকে প্রশমিত মন;
জগত তাহারে
ভুলি।


ভাষায় ভাসায় দিলে গো আমায় নন্দিত উপহার
বাঁধিনু পরাণে আজি উজল সে গীত;
পুলকে ভরিলো
দ্বার।