Sanjay Karmakar
badge icon
Founding Members
  · JchgtSutposmtunluso mnorewSd  ·
বিরহের লেখা,"উরগ"


(প্রিয় কবি আশরাফুল হক মহিন মহাশয় আমাকে তার জন্য একটি প্রেম ভালোবাসার কবিতা লিখতে অনুরোধ করেছিলেন গতকাল। তিনি বলেছিলেন প্রেম করে তিনি খুব কষ্টে আছেন। আমি আমার সাধ্যমত তার হৃদয়ের বেদনা ব্যক্ত করবার চেষ্টা করলাম আর এ লেখাটির দ্বিতীয় একটি পর্ব লেখবার চেষ্টাও করবার ইচ্ছে রইল। কবিতাটি আসরের প্রিয় কবি আশরাফুল হক মহিন মহাশয়কেই উতসর্গ করে লেখা। তিনি না চাইলে এ কবিতা কোন কালেই সৃষ্টি হতো না। ঈশ্বর মহান)
(আজ ব্যাস্ততার কারণে কারো লেখাই পাঠ করতে পারি নাই। তবে এখন তিন ঘন্টা সময় দিব পাঠে)


কান্না হাসির এই দরিয়ায়; দু পল ভালোবাসা
জড়িয়ে তোমায় স্বপ্ন অনেক; অনেক ছিল আশা।
গড়বো সুখের ভূম সে অতি; ললিত সে ভূম তায়
কপোত সুখের সুর সে লহর বইবে মলয় বায়।


গাইবে ভ্রমর মধুর গীতি হাসবে সরোজ কলি
গুঞ্জনে গীত গাইবে পাখি ডানায় আকাশ মেলি।
ভুবন তোমার ভুবন সে মোর হৃদ সে দ্বারকায়
ঐশী প্রেমের দিব্য সে ভাব; রইতে সে পুর তায়।


স্বপ্ন সে পুর ব্যথায় আজি, গরল স্রোতের বান
স্তব্ধ সে গাঁয় বইতে হৃদয় ভ্রষ্ট নীড়ের গান।
অম্ল কটু বায় সে খরো ভ্রান্ত সে প্রেম প্রীতি
কপট ছলে ভাঙলো সে হৃদ ব্যর্থ নিনাদ অতি।


উরগ সে জন ওষ্ঠে তাহার তপ্ত গরল বিষ
জহর তার ঐ জড়ায় সে প্রেম স্বপ্নে অহর্নিশ।
বিবশ মনন ভুলতে সদা; তার সে ছলনায়
দিবস রাতি মোহিত হৃদয়; তাহার পানেই ধায়।


নীড় সে কোমল ভাঙতে হৃদয় পলক লহমায়
গরল সে তার দহন জ্বালা; বজ্র বাড়ি হায়!
সইতে নারি বইতে নারি জীবন সে রণ অতি
দাবার চালে বোরের কোতল খেল সে ভানুমতী।


উরগ>সাপ