প্রিয়কবি মোঃ আমিনুল এহছান মোল্লা মহাশয়ের  প্রকাশিত "নিস্ফল যাত্রা" কবিতার উত্তরে আজ কমেন্ট বক্সে লেখা কবিতা।


উত্তরে উত্তরে ২৫০ কবিতা ও সর্বমোট অধিক ৩০০


                               কান্ডারি


         হে কান্ডারি শুন হাঁকিছে ধরা-জীবনো তরনী ধর হাল-
                   রক্ত শোনিত উল্লাসে মেতে-
                     শত ক্রুর হায়নার দল।


        হে কান্ডারি শুনিছো কি সে ধ্বনী-দারুনো মর্মব্যথা-
                  অগনিত প্রাণ বৃদ্ধ কি শিশু-
                       রক্তে হেথায় লেখা।


           ধরিবে কি হাল-বহিবে কি তরী-শুন কান্ডারি-
                   হাজার প্রাণের দুঃখ গাঁথায়-
                     আজিকে আকাশ ভারি।


          কান্নার রোল বহিছে বাতাসে-হিংসা বলি শত লাস-
                  কান্ডারি দেখিতে কি পাওনা তুমি-
                          শতেক সর্বনাস।


          ভূবন মাঝারে উল্লাসে মাতে-ধর্ম পাষান মেকি-
                শত শত মরিছে মানুষ-আরো কি
                          অনেক বাকি?


              কান্ডারি ধর হাল ধর হাল-ডুবিছে মানবতা-
                জাগ কান্ডারি জাগ-জাগ কান্ডারি জাগ-
                        লিখিতে কতকথা।


প্রিয়কবি মনোজ ভৌমিক (দুর্নিবার কবি)র প্রকাশিতা "প্রেম করতে বয়েই গেছে" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।


             আধুনিক গদ্যছন্দ কবিতা প্রয়াস ৭


                                   ভালবাসা


             সে আসে সে যায়-যেন ঘন কুহেলী ধরা প্রান্তর-
                প্রসস্থ চোখে কি জানি-কি স্বপ্নের দোলা?
                                  কি জানি?


                 মনের ঠিকানা সুদূর আকাশের কিনারে-
                  চপলমতি অন্তরে ঘন কুয়াসার মাঝে-
                      যেন জেগে ওঠে একফালি-
                           উজ্জ্বল কিরন রেখা-


                      এই কি প্রেম ভালবাসা।
                        কি জানি? কি জানি?


            সে আসে সে যায়-উচ্ছল ঝর্ণার জলের মতন-
                কলকলো খলখলো নির্ঝরে বয়ে যায়-
                 তার নুপূরের ধ্বনী শোনার অপেক্ষায়
                        কান পেতে বসে রই-
                          যেন অনন্ত অপেক্ষা।


                     ভ্রম হয় উল্লাসে জেগে উঠি-না-
                       সেতো নুপূরের ধ্বনী নয়।
                        এই কি প্রেম ভালবাসা।
                           কি জানি? কি জানি!
                               কি জানি!


          তার চোখের তারায় দেখি হাজার নীলকোমল-
                    তার ভাষায় শুনি শত শত-
                       সেতারের সুমধুর ধ্বনী-


                 মন যেন চায়-আদি অনন্তকাল-
                   সে বসে থাক আমার কাছে-
                     গল্প করুক হাসি ছলনাতে-
                        যেন আর সে বিদায়
                               না নেয়-


              আর যেন কভু না বলে-এখন তাহলে চলি-
              চকিতে যেন হতাসার বাতাস খেলে যায় মনে-
                  খুব মৃদুস্বরে বলতে হয়-ঠিক আছে-
                            আবার এসো।


                     তবে কি! তবে কি............।


প্রিয়কবি অনীক মজুমদার মহাশয়ের প্রকাশিত "ভুলে ভরা জীবন" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।


                 উত্তরে উত্তরে ২৫০ তম কবিতা।


                            ভুলভুলাইয়া


            ভুল ভুলেতে ভুলভুলাইয়া-ভুলেই যেন ভরা-
                 ভুল ভুলেতে বুলবুলিতে খেয়েই-
                             নিল ছড়া।


                    ভুল কেন যে-ভুল করে হয়-
                        ভুলের ভরা দেশে-
                  ভুল বিলাতে ভুল ছড়াতে-
                       ভুলের আকাশেতে।


          ভুল ভাবনা ভুল ঠিকানা ভুল নিশানার গলি-
                   ভুল ভুলেতে ভুলভুলাইয়া-
                      ভুলের কথাকলি।


             ভুলের দেশের প্রান্তরেতে-ভুল করে ভাই গেনু-
                     ভুলভুলিতে জীবন গেল-
                          ভুলের রামধেনু।


             ভুল করে ভাই ধরতে গেনু-রামধেনুর ওই রং-
                      ভুলের দেশের জীবনপুরে-
                             হলেম বদনাম।


            ভুল করে ভাই-আর দেবনা-ভুলের দেশে হাত-
                       রামধেনুর ওই রং এর দেশে-
                           হলেম কুপোকাত।


প্রিয়কবি গোপাল চন্দ্র মহাশয়ের প্রকাশিত কবিতা রীত-(ব্যঙ্গ) কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
আদুনিক গদ্যছন্দ কবিতা প্রয়াস ৮


                          ভঙ্গো রে রঙ্গ


               ভঙ্গো রে রঙ্গ-হো চকাচক-আরে রামু-
                   বাংলার নেশা হচ্ছে না কেন বে-
                  বে ডুপলিকেট মাল দিল না তো?


               বে শালা দশতলা বাড়ি বানাইছে রে-
                    মার্সিডিস গাড়ি নিয়ে ঘুরে।


               দিন জমানা বদলাই গেছে-শুনলাম-
                 ওই মন্ত্রিটা নাকি ওর মামা লাগে-
                     কমিশনার তো সপ্তাহে সপ্তাহে
                        ওর বাড়িতে যায়-


                     শালা-মোটা মোটা প্রনামি-
                              আহা!


               আমরা দুই পয়সার লোক আছি বে-
          দুই চারটা ডাকাতি খুন আর মাঝে মাঝে-
             শরীরটাকে-একটু চাঙ্গা করে নেওয়া-
                শালা-নাঙ্গা নাঙ্গা ঘুড়ে বেড়ায়।


          ওদের তো শয়ে শয়ে কোটি টাকার গল্প-
          কয়লায় আছে-তেলে আছে-স্পেকটাম-
                  থিরি জি-ফোর জি-শালা
                       আরো কত কি?


                 রোজ রোজ শালা লেরকি লাগে-
             শালা ওর বৌটাও শালা মস্তিতে থাকে-
                নাইট প্রার্টি পোগ্রাম-শালা আরও
                             কত কি?
                 বাংলো-বাড়ি-শালা যত দুঃখ-
                          সব গরীবের।