প্রিয়কবি শাহনাজ সুলতানা মহাশয়ের প্রকাশিত এ কেমন মৃত্যু কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
বার্তা


মানব হত্যালীলা সভ্য মানুষ হয়েও
কেন দেখতে হবে আমাদের?
প্রকাশ্যে পাঠা খাঁসি কাটা
কেন নিষিদ্ধ করি আমরা-
কারন মানুষ আমরা।
হোক না সন্ত্রাসী হোক না শয়তান-
প্রকাশ্যে মানব হত্যালীলা বদ্ধ করতে হবে।
যে দেশ সরকার জনতা প্রকাশ্যে
এমন বর্বর আচরন করতে পারে-
আর যা হোক-তারা মানুষ নয়।
সমগ্র পৃথিবী নিঃশ্চুপ থেকে
কি বার্তা দিতে চাচ্ছে!এটাই কি!
মানুষ জাতি তার
মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে!


প্রিয়কবি বৃষ্টি মন্ডল মহাশয়ার আজ প্রকাশিত ছেলে বেলা২ কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
আঁচল তল


স্বপ্নলোকের সুদূর কোনে-হারিয়ে গেল মনটি আমার-
ছেলেবেলার দিনগুলি সেই-হটাৎ যেন হৃদয় জড়ায়।
মন ভেসে যায় স্বর্গলোকে-শৈশব সে দিনগুলিতে-
কান্না যেন দুচোখ জড়ায়-বর্তমানের-
শক্ত কঠিন পটভূমিতে।
স্বপ্নবিধুর কোমল মতি-হৃদয় ছিল আকাশ আঁকা-
তপ্ত তরিৎ জীবন নদে এখন অনেক আঁকাবাঁকা।
মায়ের আঁচল খুজতে চলি-যখন দেখি পাষান ভূমি-
শৈশব সে দিনগুলিকে-এখন আমি আকাশ চুমি।
কোথায় মাগো হারিয়ে গেল-দুচোখ জলের ধারা-
সংসারেতে সং সেঁজে মা-খাচ্ছি এখন অনেক তাড়া।
দাওনা মাগো ফিরিয়ে দিতে-মাগো তোমার আঁচল তল-
বইছে ধারা মাগো চোখে-তপ্ত বায়ু গগন তল।


প্রিয়কবি সন্দীপ মন্ডল মহাশয়ের আজ প্রকাশিত ভোট কবিতার উত্তরে কমেন্ট বক্সে আজ লেখা কবিতা।
ভোট প্রচার।


ভোটের রঙ্গ প্রহশন-বুঝতে কি আর জনগন-
দে ছাপ দে গুন্ডাগুলায়-বাঁচতে যদি আপন প্রাণ।
ভোট বাঙ্গালি-মন কাঙ্গালি-আপন প্রাণ বাঁচান চাচা-
বাঁচতে গেলে হাল হকিকত-ব্যালট পেপার একটু ঘষা।
নইলে লাশ চামরা তুলে-শালা-মেয়েটা তোর জবাব নাই-
ওই একটু মস্তি নেব-আমরা তো নই সুবোধ কানাই।
বল কি দিবি-ভোটটা তোদের-হলোই তবে পাকা-
তাকাস কেন অমন করে-শালা-
তোর থোবরা হবে ট্যারা ব্যাঁকা।
আমরা দেশের ধরবো হাল-হাল পানি তোর আকাশ হবে-
করতে দেশের কাজটি বড়-লুটের ধন যক্ষ খাবে।
রইবে নাকো প্যানপ্যনানি-বাঁধবে নাকো শোরগোল-
গেল গেল রব উঠবে নাকো-রইবে আমার দলবল।
বুঝলি কিনা নাকি দেব-পেটের নিচে দুই গুতা-
থোবরা ব্যাকা-চোখটা কানা-বেড়িয়ে যাবে লাল সুতা।
জয় মা চলি-আসবো আবার-হেরেই যদি গেলাম ভোট-
বিন্নি সুতোয় মালা গেঁথে-লম্বা ফাঁসে-চামরা খুলে মিটতে ক্ষোভ।


প্রিয়কবি সঞ্চয়িতা রায় মহাশয়ার আসরে প্রকাশিত "রঙ্গিন দিনের স্বপ্ন" কবিতার উত্তরে কমেন্ট বক্সে সেইদিনে লেখা কবিতা।


ডগর ডগর চলি


এই তো জীবন। কত স্বপ্ন পলে পলে জ্বাল বোনে-
কতনা আবার বাঁধ ভাঙ্গা নীড়-
দুখের লহর সাগর তোলে।
স্বপ্ন ভাঙ্গা নিত্য খেলা-ভব সাগরের ঢেউ-
চোখের জলে নাই ভাসি নাই-কাঁদতে ভেউ ভেউ।
ভাঙ্গলে সে বাঁধ তরিৎগতি-কূল সে খুজে নেই-
বাঢ় সে গেলে কঠিন ভুমে-মহল গড়ে দেই।
এই তো জীবন করতে সাধন ভাঙ্গা ভাঙ্গি খেলি-
দারুন সুখের বন্যা প্রাণে-ডগর ডগর চলি।
নিত্য দুখের অনেক গাঁথা-স্বপ্ন ভেঙ্গে দেয়-
হাতুর বাড়ির শক্ত আঘাত-রক্ত দিতে চায়।
মুচকি হেসে সে দুখ হেলায়-উপরে ছুড়ে ফেলি-
উছল সাগর লহর তুলে-ডগর ডগর চলি।


প্রিয়কবি কালকেতু মহাশয়ের আজ প্রকাশিত অবুঝ মন কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
প্রেম করেছি ভাবনা কিসের


প্রেম করেছি ভাবনা কিসের-ভয় ডর নাই প্রাণে-
তোমায় নিয়ে লজ্জাবতি উড়তে মন গগন পানে।
লক্ষ তারা ঝিকমিক দেয়-সুর লহরে ভাসিয়ে গা-
যতযাবতি নিয়ম বাঁধা-লজ্জাবতি মানছি না।
প্রেম করেছি ভাবনা কিসের-ভয় ডর নাই প্রাণ-
তোমার আমার লজ্জাবতি-প্রেম ধারা সে গান।
মন ভাসিয়ে চাঁদের দেশে-উড়তে চলি জ্যোছনালোক-
তুফান আঁধি দুর করে দি-দীপ্ত প্রেমের সেই আলোক।
আজকে ধরা সজীব সতেজ-ফুঁটতে হাজার লক্ষ কলি-
লজ্জাবতি দেখতে কি পাও-ভ্রমর খেলে লক্ষ অলি।
প্রেম করেছি ভাবনা কিসের-ভয় ডর নাই প্রাণে-
তোমায় নিয়ে লজ্জাবতি উড়তে মন গগন পানে।
লক্ষ তারা ঝিকমিক দেয়-সুর লহরে ভাসিয়ে গা-
যতযাবতি নিয়ম বাঁধা-লজ্জাবতি মানছি না।


প্রিয়কবি ডলি পারভীন মহাশয়ের এক্ষুনি প্রকাশিত একা কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
চিরন্তন


রাত শেষ হবে উজালা-এতো শ্বাশত চিরন্তন-
কেন রাত ভয় ভয়-নিঝুম রাতি-
মিছে করিতে রোদন।


রৌদ্রদীপ্ত ঝলমলে রোদ-খানিক আঁধার মেঘ-
কোন সে জলধি-রুধিতে আকাশ-
অনন্ত অর্নিমেষ।


জীবনো যাচনা তমস রাত্রি-
যাত্রি ভবনদী তরী-
ভয় কি সঙ্গ উছালো তুফানে-
জীবনো বহিবারে পারি।


রাত শেষ হবে উজালা-এতো শ্বাশত চিরন্তন-
কেন রাত ভয় ভয়-নিঝুম রাতি-
মিছে করিতে রোদন।