আসরে উত্তরে উত্তরে লেখা ৪৫০ তম কবিতা (প্রিয়কবি খসা হক মহাশয়ের কমেন্ট বক্সে লেখা আজ প্রকাশিত)


আড্ডাতে একটু আগেই লেখা। (ভাবার্থ-বাড়িতে একটু সময় দিন না)


লাভ


আজ বিভিন্ন কাজের ব্যাস্ত থাকায় সেরকম
ভাবগম্ভীর লেখাই লেখা হলোনা।
ভাবছি একটা লিখতে হয়-কি লিখি! কি লিখি।
আকাশ বাতাস সমুদ্র পাহাড়-বনবাদাড়-
নাকি পশু পাখি!
কি লিখি! কি লিখি!
নাকি বৈষম্য দীন দুখী জীবনের দুঃখের কাহিনী-
কি লিখি! কি লিখি!
আজ দুদিন বাদে রোদ উঠেছে-ঝলমল ঝলমল চারিদিক-
মনটাও বেশ প্রফুল্ল-লাভের হিসেব হয়েছে অনেক।
না না সে লাভ নয়-যেটা আপনারা ভাবছেন!
আজকাল লাভ বললেই সবাই কেন জানি না-
চারজোড়া চোখের ঘনিষ্ট নিবিড়
আলিঙ্গন বদ্ধ একটা ছবি দেখতে পায়!
কি আশ্চর্য! এছাড়া দুনিয়াতে কি আর কোনো লাভ নেই!
আপাততঃ আপনাদের ওই লাভেই
না হয় গা মিলাই। মদনা-
আরে অই মদনা-কানে কি শুনস না!
কন কর্ত্তা!
তর বৌদিরে রেডি হইতে ক!
আইজকে লাভ লাভ খেলুম!
জি কর্ত্তা-কইত্যাছি-
(ফিসফিস: আইজ বুজি সূর্য-
পশ্চিম পানে উঠিছে
কানাই)!


প্রিয়কবি খসা হক মহাশয়ের আজ প্রকাশিত হৃদয়ে পরগাছা কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।


আসরে উত্তরে উত্তরে লেখা ৪৫০ তম কবিতা
প্রেয়সী


এ প্রেয়সী তাড়া দিলেও
ঝেড়ে ফেলে দিতে চাইলেও
ফিরেও চায়না।
হৃদয়ের গভীরে শেকড় বাকড় প্রসারিত করে
হৃদয়ের সমস্ত রস টেনে
শুষে নিয়ে নেয়।
এ প্রেয়সী হিমালয়ের মতো স্থবির
যেন মম চিত্তে নিতি নৃত্যে-
পরম সুখে নৃত্যরত।
প্রতিনিয়ত কাব্যসাহিত্যে
তার বিকাশ।


প্রিয়কবি সঞ্চয়িতা রায় মহাশয়ার আমার লেখা উত্তরে উত্তরে-৭৩ শ্রদ্ধাঞ্জলী তে কমেন্টের উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।


ঝর্ণা


"না না না লেখা যেন ঝর্ণা-ঝড়ের গতিতে চলে বয়ে-
আনমনে আনমনে-সে সুদূর
সে ভুবনে-
যেন বয়ে বয়ে বয়ে চলে আপনো ধারায়-
গতি তাল লয় লিখিতে
ত্বরায়-


যেন ঝর ঝর ঝর
ঝরে ঝর্ণা-


যেন প্রাণ ঈশ্বর-
শুনি যেন তারি স্বর-
মনোকাশে।

না না না লেখা যেন ঝর্ণা-ঝড়ের গতিতে
চলে বয়ে।"


প্রিয়কবি ফয়েজ উল্লাহ রবি(পারিজাত) মহাশয়ের বানভাসি জীবন কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা।


ন্যাতা


মদনা চল ন্যাতা মারি-
বাঁধের টাকা করলো
হজম-
বাঠাম দিয়া মাইরা ন্যাতার
থ্যাতা করি চন্দ্র
বদন।
দুই চাইরখান ঝারু লইস
চাইচাগুলায় দিমু
বাড়ি-
প্যাট্রল আর ম্যাচিস নিস-
আগুন দিমু অদের
বাড়ি।


প্রিয়কবি গোপাল চন্দ্র সরকারের আজ প্রকাশিত কবিতা "প্রশ্ন" কবিতায় কমেন্ট বক্সে লেখা কবিয়া।


(শব্দ ও বানান বিকৃতি ইচ্ছাকৃত।)


কর্কট রোগ


এমনটা হওনের কুনো চান্স নাই কত্তা।
পচন ধরি গ্যাসে।
অই জে কয় না কর্কট রোগ-
সারিবার নহে।


অহনে অই পচা জাইগাগুলান-
কাইট্যা বাদ দ্যাহন লাইগবে কর্ত্তা।
তাই হইলেই ঠিক হইবো।


চল মদনা ছুঁড়ি কাচি দাঁ কুড়াল-
এইগুলান লইয়া আয়।
অপারেশানটা সাইরাই ফেলি-
কি কন কর্ত্তা।