আমার লেখা ক্ষমা চাই কবিতায় প্রিয়কবি শ্রী সঞ্জয় কুমার মুখোপাধ্যায় মহাশয়ের মন্তব্যের উত্তরে আজ সকালে কমেন্ট বক্সে লেখা আজকের দিনের প্রথম কবিতা।


                             প্রার্থনা


।      হেথা উদ্দিন হোক ধবল শুভ্র-শ্বেত পাতাকার বাণী-
                    অঙ্গানতা ধ্বংস হউক-
                      ধর্মের হানাহানি।


         বিকশ বিকচ গোরামি ধর্মের-নাশকতা বিদ্বেশ-
                 অতল গহন গহীনে পতন-
                       শান্তির পাদদেশ-


         শোনিত হানিত রক্তের হোলি-ক্রন্দল রোল-
              মানবতা হানি-দেশ ও বিদেশে-
                      সদা হুঙ্কার বোল।


       হিন্দু কি মুশলিম জৈন কি বৌদ্ধ-কিবা পারসিক খৃষ্টান-
                     কেন হবে বারে বারে-
                        ধর্মেতে অঙ্গান।


           ব্যথা পেলে জাতি নাই-ক্রন্দনে বুক ভাসে-
                ভালবাসা প্রেম প্রীতি-প্রতি প্রাণে-
                          বুকে আছে।


          অসুখেতে ঔষদেতে কোন ভেদাভেদ নাই-
               প্রিয়জন বিয়োগেতে-একই ব্যথা-
                          মনে পাই।


           খাদ্যেরই সীমানাতে-আহারেতে মন মাতি-
                  ওই গুন শক্তিতে-সবে মোরা-
                          প্রানো ভাতি।


             নিজ নিজ বুলি ধরে-গীর্জা বা মশজিদ-
               ভক্তিতে মন মাতি-বৌদ্ধ বা হিন্দু-
                    কিবা খৃষ্টান পারসিক।


              তবে কেন হানাহানি-রক্তেরেই বন্যা-
                     আর্ত ওই চিৎকার-
                       বুকভরা কান্না।


প্রিয়কবি আতাম মিয়া র কবিতা প্রেয়সীয় প্রেরনা কবিতাতে কমেন্ট বক্সে লেখা কবিতা


                              গুনাগার


          সে দারুণ্ন প্রেমের কাহিনী-বিরহের জলে গেল ভিজে-
                     সিক্ত হল মনেরো মন্দিরো
                           ধরা বিরহের সাঁজে।


   বাতাস রুধিল যেন প্রাণহীন-ঘন ক্রন্দন রোল আকাশে ছড়াল -
                     সে কান্নায় হৃদয় আকাশ-
                          শত বেদনায় ভরিল।


         সে রবেতে মুদিল নয়ন-সহস্র আকাশেতে তারা-
                        শতদল ঝরিল সে দল-
                          নয়নেতে বারিধারা।


             রুধিত কোলাহল হোল জীবকূল প্রাণে-
                         অসংখ্য বহ্নিশীখা-
                           চকিত প্রজ্জ্বলনে-


       বিহঙ্গ কূলে নিরবতা ছায়-কুঁজনহীন শ্বশান শ্যামল প্রায়-
                   যুগল প্রেমিক থমকে দাড়াল-
                           আঁখি মুদে লজ্জায়-


               শথত শক্ত ছলনায়-ছাড়ি গেলে সখী-
                  ভালবাসা সে দোষে-গুনাগার-
                        দুচোখে আঁধার দেখি।


প্রিয়কবি প্রবীর চ্যটার্জী মহাশয়ের আজ লেখা "মন্তব্য পাবার ফর্মুলা" কবিতায় উত্তরে কমেন্ট বক্সে লেখ কবিতা।


                           চাই না


           চাইনা এমন মন্তব্য যে পড়ে না পোষ্ট-
                    দেইনা এমন যাচনা-
                      না পড়েই পোষ্ট।


          কবিতা কঠিন হলে বারে বারে পড়ি-
                   যতখানি বুঝি তায় তেই-
                        কাজ সারি।


              অসাধারন গুটিকয়-মুগ্ধতা কম-
                      খুব ভাল এতটুকু-
                        বলি সাধারন।


          ভুল হলে মাঝে মাঝে বিভাগটা লিখে দি-
                      যে বিভাগ লিখেছে-
                        কবিতাতে কবিটি।


             তার পরে কিছু যদি সন্দেহ মনে রয়-
                সব হেথা রাখা আছে-চোখ খুলে-
                          দেখে নাও।


প্রিয়কবি নাহিদুল ইস্লাম(দহিনা) মহাশয়ের আজকের কবিতা "এখনো ভালোবাসি তোমায়" কমেন্ট বক্সে উত্তরে লেখা কবিতা।


                              অপেক্ষায়


          অপেক্ষায়-হে সখী মম-বিছায়ে রেখেছি মাধবিলতা-
                        তোর অঙ্গন পথখানি-
                      ভালবাসি ভালবাসি তোর-
                        পদ্মলোচন দুইখানি।


               পথ চেয়ে বসে রই-এই ধরনীতলে-
                   পুস্পকরথে তোর আগমন-
                         হবে কোনকালে।


             ওইখানে ধারা বয় আলোক গঙ্গা-
                   সখী ছুটে আয় ছুটে আয়-
                     প্রানেতে মোর সুবাসিত
                           রজনিগন্ধা।


              দিবা কিবা রাত-সাঁজ কিবা প্রাত-
                         মন মানে তুই-


                  প্রানসখী মোর-প্রানেতে মম-
                        তুই সুবাসিত জুই।


          আঁখিধারা বয়-পথ চেয়ে রয়-নয়নযুগলো প্রাণ-
                     ও সখী আয় না হৃদে-
                        এ তৃষিত হৃদপ্রাণে-
                               অঙ্গাণ।


উত্তরে উত্তরে নব্ম ভাগে প্রিয়কবি এ,এম, মতিন এর কমেন্টের উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা


                            আর্শীবাদ


      এত্তো এত্তো কইয়েন না কত্তা-শরম লাগে মোক-
                  লিক্ষা লিক্ষা দিনডা কাটে
                      দুঃখ সুখের লোক।


        মুই তো হেলায় কলম চালাই-ভাবনা বিধাতার-
               দ্যান যদি দ্যান ওরেই দ্যান-
                      প্রাণভরা আর্শীবাদ।


          ঐ বুলিতে ঐ ঝুলিতে-কান্না জদি ধরে-
                 তাইল্যে দিব অমন  লেখা-
                    চাইলে বারে বারে।


         মুই তো স্যিফ নিমিত্তমান-শুদ্ধ আত্মা ওই
             তাই ওরেই দ্যান ওই শুদ্ধাবুলি-
                        বারে বারে কই।