হবে কি! পাবে কি গতি; ফাগুনের রঙে রাঙা
যেথায় ধরণী বিরহ বিধুর হৃদয় যেথানে
ভাঙা।
উদ্যত রণে উদিচীতে নাই; দীপ্ত প্রভার বান
হিংসা যেথায় ঝরায় লহু বেদনার গাহে
গান।
বিদ্বেষ বীণ বাজিছে রবেতে শান্তির নাই ব্রত
দিকে দিকে চাহি দেখিবারে পাহি অযুত নিযুত
ক্ষতো।
ব্যর্থ নিনাদে বেদনা বহিছে ভূপাতিত নারী জাতি
পথ ঘাট মাঠ লোহিত রুধিরে, দিবা কি বা সাঁজ
রাতি।
ফাগুনের রাগে কৃষ্ণচূড়ায় লোহিত কি রং লহু!
ভালো নাই কেহ দেশ ও প্রবাস ভগনী কি বা
বঁহু।
অনলের ভাপে রিক্ত মেদিনী শুস্ক বরণ আজ
পারিবে কি ফাগ সিক্ত করিবারে!
কপালেতে রয়
ভাজ।