Sanjay Karmakar
Rising Star  · mJtuly S3e poaut nu1sou0:4lSrie3idae sPcMeanurg  · Shared with Members of বাংলা কবিতা - ভারত
"ভেক না ব্যাঙ"


ভেক না ব্যাঙ নাচলো জলে
ঘ্যাংর ঘ্যাং ডাক ছাড়ি;
আজ যে মনের কোণায় কোণায়
প্রেম ভাবনায় ভাসছে
তরী।


তড়িৎ বেগে বজ্র আঁকে
আকাশ যেমন তপ্ত কায়ে;
আয় না সখী ধর না আমায়
চাবুক কষে রতির
বায়ে।


বৃষ্টি চলুক টাপুর টুপুর
আমার তোর ওই উদোল গায়
ঘর পরিবার এড়িয়ে নজর
আয় সখী প্রেম অভি-
প্রায়।


"দাওয়াত"


সাত সকালে মিষ্টি সুখে
তোমার দাওয়াত আসলো ভেসে
আসছো নাকি আজকে তুমি
আমার প্রণয় হৃদয়
মেতে।


সুবাস তারি গন্ধে মাতি
আকাশ হলো হটাত আলো
উদাস বাতাস গাইলো সুরে
বাসবো তোমায় অনেক
ভালো।


"দুখী"


ও মেঘ তুই বড়ই দুখী
এত্ত কাঁদিস ক্যান;
দেখ না বানে জলের তলে ডুবছি
সারাক্ষণ।


মেঘ বলে তুই আকাশ বাতাস
কেনই করিস ক্ষতো;
তাই তো আমার দুঃখ বড় ঝরছি
অবিরত।