ভাগ্নে আমার কাঁদছো কেনো
ভাবতে তুমি পারো!
গরম কাপড় ব্যবসা যাদের
হাজার দোকান দার ও!


তাদের শিশু কচি কাঁচা
শ্বশুর জামাই বউ;
আমি যদি নাই রে আসি
খাবার পাবে কেউ?


কিনবে না কেউ গরম কাপড়
লেপ কাঁথা কম্বল;
লক্ষ হাজার কাঁদবে শিশু
গদাই আর ভোম্বল।


তাই ভাগ্নে আর কেঁদ না
বুঝতে যদি পারো;
সেলাম ঠুকে শীত কে বলো
ভীষণ তর পরো।


রম্য রচনা “ফিনিস”


হায় অভাগা আর কেঁদোনা ডালিম দিব এনে
বাজার থেকে পালং শাকের; বস্তা দিব
কিনে।
বেগুন দিয়ে রাঁধবে সে শাক লাগবে খেতে ভালো
এক নিমেষে ভুলেই যাবে যতেক দুঃখ
গুলো।
তাও জুদি না মানলো হৃদয় আনবো ইলিশ তাজা
তর তরিয়ে পান্তা দিয়ে খাস্তা খাবে
ভাজা।
তাতেও জুদি ফিনিস না হয় করার কিছুই নাই
দুঃখ নিয়েই পোটলা বাঁধো; যাচ্ছি আমি
ভাই।