(লেখাটি সরাসরি এখানেই লেখা)


বুলবুলি চল বাংলাদেশে কবির সম্মেলনে
তাই তো ভাই ঘাটছি নেট নিরব
আলাপনে।
ভাবছি কোথায় তারের বেড়া তার ঐ মাঝে গেট
কোন গেটেতে দিবই হানা, বলতো
আমায় মেট।
শিস বাজালি ক্যান রে ওরে রঙ্গ রে নয় মোটে
শিলিগুড়ি আর রাজসাহী ভায়; দেখছি
কাছে নেটে।
রাজসাহী তেই উল্লাপাড়া আমার ঠাকুর দাদা
আবার বাজাস কেনই রে তুই; ভাবিস
আমায় হাঁদা।
এখান থেকে মালদা যাব রাতের ট্রেনে করে
নবাবগঞ্জ কাছেই রে ভায় বাসেই
যাব ভোরে।
তারপরেতে না হয় বাসে; ঠাকুর দাদার ঘর
এখন কেনো মুখরা চূনো ঘামিস রে
দর দর।
চিন্তা কিছুই নাই রে বুল কাগজ পাতি রবে
কেউ দেবে না বাঁধা মোদের; বিজিবি
রাও স'বে।
উল্লাপাড়ায় দু-দিন না হয় থেকেই যাব ভাই
হিতাক হুতাক চাইবি না তুই, পিছলে
যাব কই।
তখন তো ভাই সোজা পথেই কু ঝিক ঝিক রেলে
চিন্তা কিছুই নাই রে ওরে ট্রেনেই
যাব গ'লে।
ঢাকার গাড়ি মেল ট্রেনেতে বেশ মজাতে যাব
তুই বাজাবি শিসটি মধুর;
কাব্য আমি
গাবো।