"ভ্রষ্ট প্রান্তর"


একদিন না একদিন
সবাইকেই চলে যেতে হয় সাধের এ পৃথিবী ছেড়ে
মিলে প্রাণ অনুপমে,
কি হবে কি ভাবি তাই কটু কথা বিদ্বেষ;
হিংসা ও বিষ
বাণে।


ধরণীর ওই পারে শ্বাশত সে পারাবারে
অনন্তে মিলে রই,
হাসি খুশি পুলকেতে ভবনদী ভূলোকেতে
কাব্যের আছিলাতে; মুক্তির
কথা কই।


হেথা শর বিষ ভাপে বিষন্ন ধরণী
ধন লোভ লালসার অগ্নি সে জ্বালাময়
প্রমত্ত হিংসা ও; দাবানল দ্বেষ দ্রোহ
নিরন্ন জনতার ক্রন্দনে দিক ভারি
বসুমাতা কাঁদে দুখে; হতাশা ও
বেদনায়।


তারি লাগি রোদনেতে বেদনাতে বহে প্রাণ
বিপন্ন মানবতা দিকে দিকে শয়তান;
ক্ষত তারি পূতিবাসে প্রদাহ সে সীমাহীন
অলঙ্ঘ্য কারাগার তিমির সে যামিনীম
অপলক হেরি চাহি; ভ্রষ্ট সে
প্রান্তর।