Sanjay Karmakar
dtSeoposnr3h0050yufa167c75295gtJ49:l1i22ll9ht1uaa9a551f19 ·
মরিতে চাহে না এ মন আমার-মরিতেছি রোজ
রণ ভেরী তার পুকার ও রবেতে; কবি ও কবিতা নিখোঁজ।।
সংহারে পণ ওরা করিছে যাপন-মৃত্যুপুরির রব
বোম আর বিস্ফোটে তার-আজি কাঁদিতেছে ভব
অমানুষ তার দানবের রাজে; গৃদ্ধের আজি চলে ভুঁড়ি ভোজ।।
অশনির রব দিতেছে প্রবল প্রলয় বায়ুর ঘটা
নিনাদেতে তার হৃদয় বিদারী ধ্বংসের ইতিকথা।।
দিক হারা দিক শত ধিক তায়
এ রূপে লোক বিশ্ব মাতায়,
কোকনদে তার নাইকো বাহার-ধ্বংস প্রলয় গাথা।।
চারিধারে শব হেরিতেছি ভব এ কোন দিশায় হীন
কোন সে শিখর জয়ের নেশায় এ ভব হতেছে দীন।।
কী দিবে রণ কোন সে মোহ
অজেয় অমর আছে কী কেহ!!
বিশ্ব পাতায়, পাতায় পাতায়-কত শত হায় লীন।।
কত এলো বীর কত গেল তার দিগ্বিজয়ের মোহ
প্রবাহেতে কাল কেড়ে নেয় সব-ই ধরণীতে নাই কেহ।।
কাল প্রবাহেতে কাল নাগিনীর হলাহলে শত মরে
মানবতা ধায় খাদের কিনারে পাশবতা রাজ করে।।
মরিতেছি রোজ শিশু ও কিশোর পরিণত পরিজন
দিক হতে দিক দামামা রণের মৃত্যুর আয়োজন।।
কদাচারী জনে মিসাইল বোমে নিত্য আঘাত তার
দেশ হতে দেশ প্রবাস ও স্বদেশ মানবতা মানে হার।।
তামসিক জনে ছলনা ও রণে রুধির করিছে পান
কদাচারে তারি শত প্রাণ হরি উল্লাসে গায় গান।।
এ গান তমা ধ্বংসের নাদ
এ গান রুধির আর্ত নিনাদ,
এ গান নিঠুর নিষ্ঠুরতার এ গান প্রলয় ধ্বংসের পণ।।
ধরাধামে মানুষের নামে শ্বাপদের রব ধ্বনি
মৃত্য মিছিলে সমনেতে তার প্রলয়ের দিন গুনি।।
মরিতে চাহে না এ মন আমার-মরিতেছি রোজ
তমস যাপিত ধরাধামে আজি-গৃদ্ধের চলে ভুঁড়ি ভোজ।।
হতাহত যত আরো কত শত মৃত্যুর দিন গোনে
বিজনে রোদনে আজি বিষাদিত ভব-বিভৎস রণে।।
জিঘাংসায় কী হবে হায়
কেবা নিবে এই মৃত্যুর দায়,
মানবতা আজ রুধির ধারায়-কোন সে অমোঘ পণে।।
বিধাতার দান এই ধরাধাম রন্ধে রন্ধে তার
পুষ্প ও ফলে প্রতি দলে দলে ঐক্যের সমাহার।।
উব্ধে গগন নিম্নে ভূতল নদ নদী নগ তার
প্রাণ বায়ু তার উদার মহান বসুধার মণিহার।।