“উই শ্যাল ওভার কাম”


ভয়ঙ্কর অবস্থা। একটি অদৃশ্য ভাইরাসের সাথে যুদ্ধ ঘোষণা
দেশব্যাপী লক ডাউন, কাজকর্ম থমকে গেছে সবারই,
একে তো টাকার আমদানিই নেই
তার উপর ঘরে বন্দি থেকে
জীবন কার্যত
দিশাহীন।
দিন আনা দিন খাওয়া লোকের ঘরে চাল বাড়ন্ত
অনাহার অর্ধাহারে কাটছে প্রতি পল।
তবুও , তবুও করে যেতে হবে
এ লড়াই কারণ, এ লড়াই
অস্তিত্বের লড়াই,
এ লড়াই হৃত মানবতা পুনরুত্থানের লড়াই
এ লড়াই কলুষতা মুক্ত এক নয়া পৃথিবী
সৃষ্টির লড়াই।


উই শ্যাল ওভার কাম সাম ডেজ।


“করোনা”


বেদনার ইতিহাসে লেখা রবে শত ফাসে; করোনা
নিষ্ঠুর পাষাণী সে, বিদঘুটে কণা ওরে; করে নাকো করুণা।
দেহ হতে দেহতেই লাফ দিয়ে ঢুকে পরে
হাঁচি কাশি সর্দিতে তত্তরে যায় বেড়ে,
মেরে ফেলা অবধি, ফেল হয় বদ্যি, কেউ; ঠিক হতে পারেনা।


"লক ডাউন"


এ মরা মরতে হবে, লড়তে হবে; দেশের তরে দশের তরে রোজ
রুদ্ধ কারায় বাকটি হারায় এ মরায় থমকে দাঁড়ায়, করোনার ঐ ভোজ,
এ মরা মরতে হবে হাতে হাত ধরতে হবে
থমকে গিয়ে; খানিক পিছে হটলে তবে,
করোনা বিজিত হবে, রসাতলে যাবেই যাবে, দেশ হবে না ন্যুব্জ।


“কল কাকলি”


আবার এ সুন্দর বসুন্ধরা ভরে উঠবে
প্রাণবন্ত কল কাকলিতে;
গাছে গাছে শাখে শাখে পাতায় পাতায়
হরষিত হবে ধরা , দিকে দিকে মনোহরা
নবোদয় প্রেম
প্রীতে।