Home » Poems » Sanjay Karmakar » Welcome Happy New Year
Sanjay  Karmakar Avatar
Sanjay Karmakar | + Follow Poet | Send Soup Mail
Verse | + Fav Poem | Make a Comment | Email Poem | Print Poem | Report | Create an image from this poem.
Welcome Happy New Year


Come on , come on happy new year come on with all yours glory
in the new morn; Come on in this dawn to welfare us fairy.
We endured a lot of tears in this year in the country
stop the war please be aware; we suffered a plenty
to fight against Corona silently.
In the era and the flows of pain,  we have taken the hard promise
we will not keep us in quarantine in way to earn to living and to do those and these.
Come on by spreading your glimpse towards everywhere, soon to meet with us
come to our door, we are excited, we will receive you gladly as such.
All are intoxicated here, we are spending each and every moment under sabotage
casting with the black shadow and come to our endurance at the edge.
Today moms are repenting at the door for her loving son
helpless, she has been abandoned and her son has gone.
None is there to stretch hands to lift her in the boat
no, no, the nest has broken down; nothing to earn but shout.
Grief overwhelmed and the trumpets of war are ringing and resonating everywhere
children and the common people are staining with blood each and everyday there.
No hopes can we see in worship, the vessels are empty
be a savior to destruct the evils and to establish peace a plenty.
Please be a savior, be a savior, be a savior to escape us from such an insanity.
Come on , come on happy new year come on with all yours glory
in the new morn; Come on in this dawn
to welfare us fairy.


আমার লেখা বাংলা মূল কবিতা;-
গীতি কবিতা,"বর্ষবরণ"
- সঞ্জয় কর্মকার
Sanjay Karmakar
22 hrs  ·


নব প্রভাতে নব নব রূপে নব নব বাণী সনে
এসো হে বৈশাখ এসো মহিমায় গরিমার বান লয়ে।
অনেক সহেছি কান্না জড়ানো করোনায় দেশ দিক
সরায়ে সে রণ উড়ায়ে তমায় এ বাসনা করো ঠিক।
যুগ ও প্রবাহে কালে কালে লয়ে লয়েছি কঠিন পণ
যুঝিতে রুজিতে রুদ্ধ সে দ্বার রবো না অনুক্ষণ।
মিলিতে সমীপে অপরূপ রূপে এসো হে ফেলায়ে ডালি
এসো হে দ্বারেতে বরণে তোমারে সাদরে লইবো তুলি।
অমানিশা ছায় নিশায় নিশায় কাটে যে প্রহর কাল
নৈশতার ঐ নাশকতা ছায় বহিছে রুধিরে পল।
কাঁদিছে প্রহরে মাগিছে দুয়ারে কাঁদিছে মাতায়ে আজি
ভ্রষ্ট সে নীড় অসহায় প্রাণ গিয়াছে তাহারে ত্যাজি।
ত্বরিৎ-এ তরীতে তুলিতে তাহারে ফেলায় দু হাত ওগো
নাহি কেহ নাই কেহ নাই আজি গাহিতে সে গীত মাগো।
বেদনার গীত গাহিত ভুবন রণ ও রণন হেথা
শিশু ও অবলা নিত্য দু-বেলা;  রক্ত হেথায়ে মাখা।
গাহে নাই গীত সাঁজের প্রদীপ শূন্য এ প্রাণ আজি
চেতনা বিলায়ে বিলোপে অসারে কান্ডারী হও মাঝি।
কান্ডারী হও মাঝি, কান্ডারী হও মাঝি, কান্ডারী হও মাঝি।
নব প্রভাতে নব নব রূপে নব নব বাণী সনে
এসো হে বৈশাখ এসো মহিমায় গরিমার বান লয়ে।