Sanjay Karmakar
J1fmSu1spns6ol8hrtug nhow  ·
"যাতনা"


কোথা গেলে সই কেমনেতে রই
                সহিবারে নাহি পারি!
শয়নে স্বপনে গোপনে রোদনে
                ভুলিতে তোমারে নারি।
তোমারি পরশে প্রেমের ই আঙনে
                ফোটে নাই আজি কুঁড়ি
বিহনে তোমার ই তাপিত এ হৃদ
                 যাতনায় যাই মরি।
অভিমান নয় স্বাভিমানে গাই
                গহিনে গোপনে মনে
লাঞ্ছিত মন কাঁদে অবিরাম
                 বিভেদে সঙ্গপনে।  
ফাগুনের গীত গরজে নিনাদে
                 ফিরে এসো নীড় আজি
কুসুমে কাননে কুহু কুহু তানে
                 মাদল উঠিবে বাজি।
কোথা গেলে সই কেমনেতে রই
                সহিবারে নাহি পারি!
শয়নে স্বপনে গোপনে রোদনে
                ভুলিতে তোমারে নারি।