"যদি পাখি হতাম"


যদি পাখি হতাম
দূর বনে রাজ উড়তে সুদূর
গগন পানে ভাসতে
যেতাম।


নাম না জানা ফুলের দেশে
তার ডানা সেই শাখেই বসে
সুর তুলে গান গাইতে রবে
সুরের লোকে হারিয়ে
যেতাম। যদি আমি
পাখি হতাম।


পেড়িয়ে সাগর অথই সে জল
ভিন দেশের ঐ রসিক বিলে,
মৌসুমি সেই বাতাস ভেলায়
উড়ান দিতাম পঙ্খ
মিলে।


স্নিগ্ধ প্রভাত রবির সে কর
মাখিয়ে ডানায় গাইতে সুরে
মিস্টি খুকুর ডাগর আঁখি
সেই পানেতে যেতাম
উড়ে।


শিশির ভেজা কোমল সে প্রাণ
জড়িয়ে ডানায় ভাসতে আকাশ
মিষ্টি সে আঁখ কমল খুকুর
তার সে চোখেই হারিয়ে
যেতাম।


যদি পাখি হতাম, যদি পাখি হতাম,
দূর বনে রাজ উড়তে সুদূর
গগন পানে ভাসতে
যেতাম।


অস্ত রবির করুণ রাগে
গোধূলির ঐ ছটার ভিড়ে
দল বেঁধে পাখ সুক সারিতে
খুশির নীড়ে ফিরে
যেতাম।


যদি পাখি হতাম, যদি পাখি
হতাম ।