বাংলা আমার প্রাণ, বাংলা আমার জান। তাই বলে কি অন্য ভাষার কদর করবো না। সে ভাষা শিখব না! লিখব না! বলব না! এই সংকীর্ণতা বোধ কি উন্নত জাতির পরিচয়! অনুবাদ আসরে বৈধ, আর আসরের নিয়ম মেনেই আমি অনুবাদ কবিতা প্রকাশ দি। নইলে তারা কি ভাবে জানবে বাঙালি কবি কত উচ্চ লেখা লেখে। তবে আসরের নিয়ম তো মানতেই হবে। সেটাই উন্নত মানবের পরিচয়। আমার ভাবতে লজ্জা হয় কেউ একজন কবি অনেক গুণবান অথচ আসরের নিয়মের বাইরে গিয়ে তিনি ইংরাজিতে লিখছেন ও প্রকাশ দিচ্ছেন। তাকে আমি আসরের নিয়ম অবহিত করেছি। আর এটাও তাকে জানিয়েছি যে আমি অনুবাদ করছি, ইংরাজিতে লিখে আসরে প্রকাশ দি নাই। আসরের নিয়ম নিষ্ঠা মানবার জন্যে তাকে অনুরোধও করেছি। বাংলা ও বাঙালি ঐক্য জিন্দাবাদ।