তুমি আসবে
      শূন্য এ জীবনকে
                          পূর্ণ করতে।
অপার আনন্দে
                   ভরিয়ে দিতে।

তুমি আসবে
           জন্ম -জন্মান্তরের
৷                             হৃদয়ের টানে।
মরুভূমির বুকে  বর্ষা হয়ে।

তুমি আসবে........  
                   বল?
তোমার প্রতীক্ষায়
..   আঁখি ছলছল!

স্বপ্নের মাঝে তুমি স্বপ্ন
জীবনের মহা লগ্ন।
তুমি ধাবমান কাল
জগৎ মায়াময় জাল।

তুমি আশা সঞ্চার কারিনী
           নির্ঝরিণী,
আমি অবিরাম ভেবে যাই
চোখ মেলেই যেন তোমায় পাই।

তুমি ঘাসফুল হয়ে
           ফুটে ওঠো মাঠে।
এ মাটির পৃথিবীতে।
           নিত্য আনন্দ বিলাতে।।

তুমি আসবে
জীবন কে সার্থক করতে।
তোমার পরশে নিশ্চল প্রকৃতি
সজীবতা পায়।
সকল দীনতা ঘুচিয়ে দিয়ে তুমি
মহানন্দ ময়।।