তুমি অপার সাগরের উপারে দাঁড়িয়ে
          ডাকিছ মোরে হাতছানি দিয়ে।
আমি অপলকচোখে দেখেছি তোমায়
             আপন মনের গভীরে।

তোমার চোখ ছলছল চাহনি অটল
   যেন শুকনো নদী  জলে টলমল।
দেখ্ছ কি শুধু আমারে!
   আমি যে দেখেছি সেই তোমারে!!

তুমি যদি চাও  ডেকে  নিয়ে  যাও
       নিজের মনে আপন করে নাও।
না হয় মোরে দূরে ফেলে দাও
        অতল সাগরের গভীরে।

        আমি  দেখেছি তোমায়    
                   ডেকেছি তোমায়
        ভেবেছি মনের গহীনে।
         তুমি নেবে কি মোরে উপারে?

রচনা কাল:
২৪/৪/১০১১