আছো তুমি দূর আকাশে নীহারিকার কাছে,
তবু আমি পরোয়া করি না,
আলোকবর্ষ ছাড়িয়ে গিয়ে তোমায় ছোঁবো ।
পারবে না তো থাকতে তুমি আমায় ছেড়ে,
কোথায় যাবে বিশ্ব মাঝে আমায় রেখে?
হাল তো ছাড়ছি না,
তোমায় যে আমায় পেতেই হবে ।
হোক না সে মহাকাশের অন্তিম স্তর,
তবু যেন আমার কাছে কয়েক মুহূর্তের পথ ।
আমার মনে প্রাণে আছে যে শুধু তুমিই তুমি,
তাই যে আমি হয়েছি তোমার প্রেমের কুলি ।
তোমার জন্য পাড়ি দিতে পারি
আলোক বর্ষের পথ,
আমার জন্য এই পথ যেন আমার পাশের ঘর ।
তৈরি থেকো সাজিয়ে নিবে মনের মতন করে,
আসছি আমি তোমার গৃহে
লক্ষী বধূ সেজে ।