মোবাইল মোবাইল মোবাইল
শিশু থেকে বুড়ো
সবার হাতে মোবাইল।
সকাল বেলা জেগে উঠে
কেঁদে ওঠে খোকা।
মোবাইলটা কোথায় গেল
আমি হলাম মোবাইলের পোঁকা।


ঘুম থেকে জেগে উঠেছি
খেলব এবার গেম
আমি হলাম মন্টু
দিস ইজ মাই নেম।


টাচ ফোনটা কোথায় গেল
কত জনে লাইক দিল
ভালবাসি বলে আবার
কতজনে SMS দিল।


স্কুলেতে মাঝে মাঝে
ক্লাসেরও ফাঁকে
ফেসবুক ও টুইটারেতে
বন্ধুরা সবাই থাকে।


স্কুলেতে মোবাইলে
দেখায় বাড়ির কাজ
তাই মোবাইলের কারণে আজ
খাতা কলমের লাজ।


বোর্ডের কাজ বাড়ির কাজ
ছবি তুলে নিচ্ছে আজ
বই খাতার যাই হোক
মোবাইলের বাড়ছে সাজ।


বিকেল বেলা ব্যাচে এসে
মোবাইলের ছড়াছড়ি
শিক্ষক এসে বলেন এবার
ব্যাচ ছেড়ে যাও বাড়ী।


ব্যাচ শেষে বাড়ি যেতে
সন্ধ্যা ঘনিয়ে এল
পড়া শোনা বাদ দিয়ে
মোবাইলে আড্ডা দিল।


এভাবেই কিছুদিন গেল
পরীক্ষা ঘনিয়ে এলো
পড়া শোনা হয়নি কিছু
পরীক্ষায় তো ফেল গেল।


খোকার এবার হুঁশ হলো
এর জন্য কি ফেল গেল?
এতদিন কি ছিলাম বোকা?
মোবাইল কি তাহলে দিয়েছে ধোঁকা?


আজ থেকে বুঝতে পারলাম
প্রয়োজন ছাড়া ব্যবহার
ক্ষতি করে সবার।