এই ঐটা কি উড়ছে?
সবুজের মাঝে লাল,
এমন সবুজ পাতা
কোথাও দেখিনিতো অাগে,
আবার মাঝখানে একটি বল।


চারপাশে তো সবুজ বেশ
বলটি তবে লাল কেন?
চিকন একটি বাঁশের মাথায়
দড়ি দিয়ে বাঁধা কেন?


এমন সুন্দর একটি পাতা
কয় টাকায় কেনা?


দেখ,দাঁড়িয়ে আছো বাংলাদেশে
লাল সবুজের বুকে
রক্ত দিয়ে কিনেছি মোরা
ঐযে পতাকাটাকে।


চারপাশেতে সবুজ মাটি
মাঝখানেতে রক্ত
বাংলায় যারা জন্ম নিয়েছে
সবাই উহার ভক্ত।


একাত্তরে রক্ত দিয়েছি
প্রয়োজনে আাবারো দেব,
পতাকার দিকে চোখ তুললেই
চক্ষু দুটি উপড়ে ফেলবো।


লক্ষ মানুষ প্রাণ দিয়েছে
ঐ পতাকার জন্য
ঐ পতাকা দেখতে পেরে
জীবন আামার ধন্য।


সবুজ মাঠে দেখছি যেন
রক্ত রবির ছায়া
পতাকার জন্য জীবন দিতে
নেইতো কোন মায়া।


খামছে ধরে যদি কখনও
ঐ হায়েনার দল
রক্ষা করবে সব বাঙালী
দিয়ে সকল বল।


সবুজের মাঠে প্রদীপ জ্বেলেছি
জ্বলবে সারক্ষন
শেষ রক্তবিন্দু দিয়ে হলেও
পতাকার মান রাখবে
এটায় বাঙালীর পণ।


পতাকার দিকে যদি কখনও
পড়ে শকুনের চোখ
হত্যা করবো সব শকুনকে
কিন্তু থাকবেনা কোন শোক।


পতাকার তলে জন্ম নিয়েছি
পতাকার তলে ঠাই
লাল সবুজকে রক্ষা করবই
এটাই বাঙালীর রায়।