তুমি জীর্ণতাকে ভেঙে কর চুরমার ;
ফেঁটে চৌচির ফসলের মাঠ-
ধূলিময় সব ধু ধু পথ ঘাট,
সবখানে ছড়াও সবুজ প্রাণ।
তুমি বৈশাখ!
তুমি নতুনেরে কর আহবান
এসো হে বৈশাখ এসো এসো।


তুমি ঘুর্নিবায়, তুমি কাল বৈশাখ।
চাম্বুলের শুকনো শাখ,
আমের গুটি,  কৃষ্ণচূড়া ঝরা পথে তুমি এসো।
তুমি নগরের সড়কে ভেঙে পড়া গাছ,
হঠাৎ ভাঙা ট্রাফিক লাইন;
এক পশলা বৃষ্টির শান্তির পরশ-
স্নিগ্ধ পরিবেশ,
তুমি চকিত লোডশেডিং,
এক ফালি নস্টালজিক –
পুরনো সময় হয়ে এসো।


বৈসাবি, সাংগ্রাই, বিজু, নববর্ষ হয়ে
সাদা জমিনে লাল রঙা কারুকাজে –
কিশোর, যুবার পরিপাটি সাজে,
রমনীর মেঘকালো খোপায় জড়ানো বুনোফুল
কিংবা আধবোলা শিশুর গালে রঙিন
ফেব্রিক্সের টোল হয়ে, তুমি এসো।
সারা দেশজুড়ে মানবিকতার অটুট বন্ধন,
সামাজিকতার প্রেরণা, অনুরাগে রঙিন
নতুন সকাল, তুমি এসো।
এসো হে বৈশাখ, এসো এসো।