গ্রামের দূর্বাঘাসে কূয়াশা এখনো বসে
দেখতে পাই চাঁদের আলোয়
উপলব্ধি করি পায়ের পাতায়।
কুঁজো হয়ে বসে এঁকে দেই হাতের ছোঁয়া
ফ্রেম বন্ধি করি মুঠোফোনে একাধিকবার
ডায়রির পাতায় শব্দ এঁকে স্মৃতিকথা রেখে দেই কবিতার মতো করে।
অদূর ভবিষ্যতের জন্য এঁকে ফেলেছি তোমাকেও-
নগ্ন পা, ভেজা দূর্বাঘাস আর চাঁদের আলোয় তোমাকে ছোঁয়ার প্রথম অভিজ্ঞতা।