বাবাই,বাবাই,এইবাবাই
কেমন আছ তুমি?
দুর প্রবাসে কেমন কাটছে দিন?
হয়তো ভালই আছ,হয়তো ভুলেই গেছ?
কিন্তু ওভাবে কাউ আর ডাকা হয়না,
কেউ ব্যাকুল হয়ে জবাব দেয়না,
তোমার প্রতিটা পদক্ষেপ মনে করায় তোমায়,
কড়া করে দুধচা,একটেবিলে খাওয়া
পাসে বসে হয়না আর কিছু বলা।


বাবাই, বাবাই,এই বাবাই
তোমার পাগল করা চোখ,
ঠোর পাসে প্রেমে পড়া তিল,
ঘন চুলের এলোমেলো চলা,
সুন্দর মুখে মিষ্টি মিষ্টি কথা বলা,
কোমর দুলিয়ে গ্রামের পথে চলা,
সুযোগ পেলে মন খুলে হাসা,
পাখির মতই মিষ্টি তোমার মুখের ভাষা,
অল্পতে সবাইকে আপন করে কাছে টানা,
তবে কেন আমার সাথে প্রেম করতে মানা?


বাবাই,বাবাই,এই  বাবাই
দুর থেকে ফিরে এসো
আমার আরো ভালবাস
হৃদয় জুরে বসত কর
আমায় তোমার আপন কর
পাসে থেকো স্বপ্ন গড়বো
দুজনে হাত ধরে পথ চলবো
বাবাই,বাবু,সোনামনি,কুটুকুটু
নামে ডাকবো তোমায় আমি
কত ভালবাসি জানকি তুমি?