হটাৎ নয়,কথাই ছিলো
তাইতো বেনুর বিয়ে হলো।


কোথায় কখন কবে হলে
বেনু নাহি আমায় জানালো,
সব গুনজন সত্যি করে
বেনু এখন বাসর ঘরে।


বাসর ঘরতো আগোও ছিলো
তার নাকি আবার অন্য নামও ছিলো
এখন শুধু সময় বদলালো
বেনু নতুন রুপ নিলো ।


কপালে টিপ উঠলো
হাতে শুভ্র চুরি এলো
ঘৃত গোলাপ শাড়ি জরালো
বেনুর এবার বিয়ে হলো।


বেনু নতুন ঘর পেলো
সম্পর্কের দাম চুকালা
কষ্ট ও বেদনার বিনিময় করলো
বেনু রাতের ঘুম হারলো।


কষ্ট বিলিয়ে সুখ নিলো
কষ্টকি তার পথ ভোলালো
নাকি নতুন সুখের চাদর পেল
বেনু আবার একটা রুপ বদলালো।


সময় শেষে বদলায় সব
বদলায় প্রকৃতি নিজের গুনে
বেনু তোমার বিয়েও রুপা বদলাবে
সঠিক সময় ও সুযোগ এলো।


নতুন এক গল্প আবার শুরু হলো
বেনুর আবার বিয়ে হলো .....