সময় বদলে গেছে,
চেনা রাস্তাটা অনেক দুরে হারিয়ে গেছে,
শুধু মাত্র কটা শব্দের বেড়াজালে সম্পর্কটা
অনেকটা বদলে দেয় জীবনের গতি,
কিছু অচেনা অজানা মন্ত্রের ধ্বনি
কি ছিলো তাতে কিবা তার আমার জানি
সামাজিকতার নামে শুধুই ভন্ডামি,
সবাই তাকে বিয়ে বলে ডাকে,
আসলে এটা সামাজিকতার বলি,
যাকে কখনোই চেনাই হয়নি,
তার সাথে সংসার,
তার বিছানায় নিজেকে উজার করে দেওয়া,
আমার উপর তার সকল অধিকার,
হাটাৎ বলদে যাওয়া কিছু গল্প,


মনের কি তবে কোন দাম নেই?
ভালোলাগা ভালবাসা কিচ্ছু না?
সবাই তার স্বার্থ খোজে,
মন কেউনা?
আমি সে বিয়ে মানিনা,
যার মানে শুধুই বিছানা,
একটা অচেনা অজানা সংসার,
যাতে কেবলি একটা নতুন সদস্য,
কিছু চাওয়া পাওয়ার হিসেব,
মনের সাথে মন মিলাও ভাই,
মন্ত্রতো কিছু সামাজিকতা মাত্র,
আমরাকি শুধুই ভোগবিলাসী পাত্র?
বিয়ে নয় সম্পর্ক বদল করো,
দেহ নয় মনের মিলন করো।