ব্যস্ততা,তুমিও একদিন আমাকে গ্রাস করো,
আমার সকল আলস সময় জুরে থেকে,
অপেক্ষায় সময় দিওনা একদম,
সকল অকাজ গুলো কাজে রুপান্তর করো।


আমার ফোনটাও যেন বেজে বেজে বন্ধ হয়,
আমিও যেন বিশ্রামের আসায় থাকি,
সাপ্তাহিক ছুটিতে অনেক পরিকল্পনা করি,
আমাকেউ যেন কেউ হাতের কাছে না পায়।


ব্যস্ততা,তুমিও একদিন আমাকে গ্রাস করো,
কাছের লোকরা যেন আমার অপেক্ষায় থাকে,
আমার কাজগুলো শুধুই আমার হয়ে থাকে,
শার্টে যেন অনেক ধুলো জমে যায়।


অনেক পরে ফোন ধরে আমিও যেন বলতে পারি,
"ব্যস্ত আছি আমি,অনেক ব্যস্ত"
কেউ যেন আর অকাজের কাজী নাবলে,
কি করি?  প্রশ্ন যেন না শুনি।