মা আমার প্রিয় শহরে তোমার সাথে
সারা দিন ঘুরেছে গলি থেকে গলি
শুনেছি তোমার অচেনা বুলি
এ জেনো আমার কাছে পাহার সম।


বহুদিন পর তোমার খুব কাছা কাছি
যেন আমি ছেলে বেলায় ফিরে গেছি
কিন্তু পরিস্থিতি বদলেছে সবই
এ তো ছেলে বেলার উল্টো ছবি।


তোমার হাত ধরে হাটতে শেখা
তোমার হাত ধরে দেশবিদেশ ঘোরা
আজ কেন আমার হাত ধরে তোমার চলা
তুমি তো মা আমাকে সবসময় পথ দেখাবে।


হাসপাতালে বিনায় ভাল লাগেনা মা
আমার ঘরে চলনা আমাদের ঠিকানায়
ঝগরা ঝাটি করবোনা আর কখনো
শুনবো তোমার সব কথা মা,ফিরে চল মা।


আমি তোমার হাতের রান্না খাবো
তোমার কথায় পথ চলবো আমি আবার
কেন তোমার এত পাগলামি এত মা
এখানে তোমায় ভাললাগেনা।


ফিরে চল মা আমাদের ঠিনাতে
আমার আগের মত হবে দিন গুলো
তুমি না খুব ভাল,কেন পাগলামি কর
সুস্থ হয়ে ঘেরে ফিরো এসো মা।