কর্মহীন আমি,
হেলায় খেলায় কাটে সময়,
হটাৎ তোমার আগমন আমার জীবনে,
কেমন করে যেন ব্যস্ততা জেকে বসলো,
আমি জীবন মুখি মানুষ হোলাম,
স্বপ্ন যেন ঘিরে বসলো আমাকে,
চাকুরি পড়াশোনা আর তুমি,
সবটাই একসাথে গোছানো চলতে লাগলো,
আমি সুন্দর ভবিষ্যৎ দেখতে লাগলাম,


হটাৎ......
হটাৎ ই একটা ঝর উঠলো,
আমি সবটুকু দিয়ে চেষ্টা করলাম,
ঝরের মুখোমুখি হতে,
ঝরটা আমাকে দুমরে মুচরে দিলো,
তোমার আমার মাঝে দুরত্ব তৌরি করে দিলো,
আমি তার পরও চেষ্টা করেই চলছি,
দুরত্বটা কমানোর জন্য,


আজ আবার কর্মহীন হয়ে গেলাম,
চাকুরি নেই, নেই পড়াশোনার চাপ,
আমি যেন নষ্ট ভুবনে বসবাস শুরু করছি,
নিজের পরিচয়, যোগ্যতা,ভুলেই গেছি,
সুধু তোমার সাথে কাটাবার সময় টুকু হাতরাচ্ছি,
একটা সম্পর্কের দুরত্ব,
আমাকে জীবন থেকে দুরে ঠেলছে,
আমি হারিয়ে যাচ্ছি কালের বিবর্তনে,


তোমার আমার দুরত্ব ক্রমেই বেরেই চলছে,
তুমি যেন মরিচিকায় রুপান্তর হচ্ছ,
আর আমি পাথরে,
যোগাযোগ বিহিন সম্পর্কে ভালবাসা,
প্রতিনিয়ত পিষ্ট হচ্ছে,
তুমি খুজছ নিজের স্বপ্ন আমি হারাচ্ছি তা,
প্রতিনিয়ত বেরেইর চলছে আমাদের দুরত্বটা.....