"গল্প কন্যা " ভোর দেখবে আজ?
রাতজাগা ভোর,
পাখির কোলাহে একটু একটু করে
দিনের আলো ফোটা দেখবে,
আমার খুব বেশি ভাল লাগার দৃশ্য,
আমার নাবলা কথার মালা
আমার একাকী রাত জাগা
তোমার জন্য অপেক্ষায় থাকা
সবটা মিলে ভোর বেলা।


"গল্পকন্যা" জান কি হলো,
আমি পুরো রাত জেগছি
তোমায় নিয়ে ভেবেছি
জেগেই স্বপ্ন দেখেছি তোমায় নিয়ে
শুবে তুমি আমার কথা!  
কোন এক ভোরে এসো তুমি
তোমাকে রাতের গল্প বলবো
রাত বিদায়ে আদর দেব
ভোরে শান্ত হাওয়া  দেব।


তোমার স্বপ্নের গল্প হতে ইচ্ছা করে
তোমার নিয়ে বারান্দায় বসতে ইচ্ছে করে
রাত ভরে গল্প করতে ইচ্ছা করে
চলো দুজনে চা হাতে ভোর দেখি
কষ্টগুলো রাতের সাথে ভাগ করি
ভোর হতেই আনন্দের স্বপ্ন বুনি
"গল্প কন্যা " আসবে কি তুমি।
আমার ভোর বেলায়!
আমার রাতজাগা ভোরে।