দুই হাজার দুই আমি দশ ছুই ছুই
বদলি হয়ে ঘরেই ফিরেছে বাবা আমি কোথায় ভর্তি হই,
স্কুল একটা রেখে এসেছি এই সখীপুরে
গোপালপুরে  কিছু জানিনা কি দেখবো ঘুরে,
বাবার মুখেই শুনেছি সূতী ভি এম স্কুল আছে এখানে
ভালও স্কুল বলে সবাই একেই মানে,
বায়না এবার ভর্তি হবো এই স্কুলেতেই,
বাবাও ঠিক বলে উঠলো চলো ভর্তি করে দেই,
বাধ সাধলো মাঝ বছর সুযোগ কি মিলবে ,
বাবার ব্যস্ততা কমলে ঠিক ভাববে,
আমার মত আমি চলি বাসাও স্কুলের কাছে,
ইচ্ছেটা আরো পুরো হচ্ছে এখানে কিছু স্মৃতি ভাসে ,
ছিয়ানব্বইতে এসেছিলাম শেখ হাসিনা যখন আসে,
জেঠুর কাধে চেপে দেখেছিলাম স্কুলটাকে ।


একদিন হাটাৎ বাবার সাথে গেলাম ভর্তি হতে
আকন্দ স্যার কিছু প্রশ্ন করে ডাকলেন গোলক স্যারকে,
ভর্তি একে করতে হবে নিয়েযান সাথে,
ছোট একটা ভাইবা হলো সব স্যারের মাঝে,
সবাই সম্মতি আছে ভর্তি করলো আমাকে,
খালার সাথে ক্লাস রুমে পাঠালো আমায়
সঞ্জিত স্যার ক্লাস দিয়ে ভি এম জীবন শুরু,
আমি এখানে পেয়ে ছিলাম অনেক ভালো ভালো গুরু,
সূতী ভি এম সেই থেকে আমার প্রানের স্কুল,
চোখের সামনেই দেশ সেরা হয়ছে,হয়েছে মডেল স্কুল,
সরকারও সরকারি করণে করেনি ভূল,
গৌরবের সাথে স্কুলের ফুটছে শতবার্ষিকীর ফুল,
আমি ও যে ছাত্র ছিলাম ক্ষনিক সময়ে জন্য,
সূতী ভি এম আমি তোমার সান্নিধ্যে ধন্য।