তোর আর কোন খবরই আসেনা আজ কাল
ক্যাম্পাসটা বড় ফাকা ফাকা লাগে
শহরের রাস্তায় আমার পাইচারি হয় খুব
টাউনহল থেকে গাঙ্গিনারপর বা চরপাড়া
মাসকান্দা থেকে বাইপাস কেথায় ঘুরিনা আজ?
সারকিট হাউজ জয়নাল আবেদিন পার্ক
কিংবা ব্রম্মপুত্র নদের পারের বসেথাকা
আনন্দমোহনের প্রতিটা ইন্চিতে পদার্পন
আমার পাসে আমার বন্ধরা কই আজ,
আমার স্বপ্নের শহর ময়মনসিংহ বিদায় দেবে
আমি ফিরে আসবো আমার আমার ঘরে
বন্ধুত্ব তোকে খুব মনে পরে।


ব্যস্তা একদিন কেরেনেবে আমাদের সময়
জানাই তো ছিলো আমাদের পরিচয় টা নয়।
নিজের কাজে ব্যস্ত হয়েছি খুব বেসি ক্লান্ত হই
আমার ব্যস্ততার ভাগিদার বন্ধুত্ব কই।


ক্যাম্পাসটা ছারবো বোধয় সময়টা কম
তোর আমার বন্ধুত্ব আজকের মত নয়
কথার খেলাপ করেছিলি তুই আমি কিন্তু নই
আমার আমিতে বন্ধুত্ব আজো খুজে বেরুই।
নতুন শহর ডাকছে আমায় নতুন কর্ম খুজছি
হয়তো অনেক বন্ধু পাব পাবনা আত্মতৃপ্তি
অভিমানটা কেন ছিল অভিনব সে কারণ
আমিতো কখনো এ পথে হাটতে করিনি বারণ
পথে হয়তো নামিয়ে ছিলাম নতুন প্রেমের কারণ
এরই জন্যকি আমাদের বন্ধুত্ব দিতেহবে বিশর্জন
যাইহোক ভাল হোক সুখ শান্তি থাকুক তোর মনে
বন্ধুত্ব আমি বাচিয়ে রাখবো মনের এক কোনে।