আজ ৭ সেক্টেম্বর,
আমার গল্পকন্যার জন্মদিন,
আমার প্রিয়তমা এইদিনে আলো দেখেছে,
তার গলার স্বরে মুখরিত হয়েছে পৃথিবী,
এই দিনটাতে তোমায় ঘিরে হইহুল্লোর হয়েছে,
পৃথিবী একটি ভাল মানুষ  পেয়েছে,
আমার অজান্তেই আমার মনের মানুষের জন্ম হয়েছে,
হয়তো সে দিন ছিলো অজানা,
আজ তোমার জন্মদিন উৎযাপন করা মানা,
তোমার সামনে মোম জালানোন কথা ছালো আমার,
সিগারেটের আগুন জালাতে সময় কাটে আমার,
তোমার সামনে কেক আনার কথা ছিলো আমার,
হয়তো সেখানে দুহাত সামলাচ্ছে অন্য কেউ তোমার,
হয়তো তোমার সামনের আমার স্বপ্নগুলো বুনছে অন্য কেউ,
আমার বুকের মাঝে এক সাগর কষ্টের ঢেউ,
তোমার জন্য কত স্বপ্ন ছিলো আমার দু চোখ ঘিরে,
তুমি এখন অন্য কারো দেখনা আমায় ফিরে,
যাই কিছু হোক শুভ হোক তোমার জন্য,
আমি তোমার অতীত হয়েছি এতেই আমি ধন্য,
সুখে থেকো ভাল থেকো সামনের গুন গুলি,
৭ সেক্টেম্বর ফিরে আসুক তোমার জীবনে বারবারই,
আমি হয়তো থাকবোনা তোমার সেই দিনে,
কেক হয়তো কাটবো তোমার স্বরণে,
মন্দিরে পূজো দিবো তোমার নাম করে,
তোমার জন্য প্রার্থনা করবো পবিত্র বই পড়ে,
তোমার জন্য অপেক্ষায় থাকবে আস যদি ফিরে,
জন্ম তোমার ধন্য হোক, মান্য করুক লোকে,
শুভ কামনা তোমার জন্য জন্মদিনেকে ঘিরে।
শত বর্ষ বেচে থেকো সুখ সমৃদ্ধি নিয়ে,
আমি নাহয় থাকবো দুরে সুখি হইও বর্তমান নিয়ে,
জন্মদিনের অানন্দ ঘিরে থাকুক প্রতিটা দিনে।