মাঠজুরে হলুদের খেলা
দিগন্ত জোরা মন
হেলেঞ্চা তীরে আমরা যখন
সন্ধে নামবে তখন।


শহর খেকে একটু দুরে
রাস্তাটার ঐ পারে
সরিষা ফুলে মুঠ ভরেছে
হেলেঞ্চার তীরে।


ছোট্টএক জলা ভূমি
বিশাল তার প্রকৃতি
ঋতুর সাথেই মেলে করে
নিজেকে তৈরি।


হেলেঞ্চা তার নাম হয়েছে
জানিনা কি গুনে।
এলাকা বাসি তাকে
বিল বলেই জানে।


তার বুকেতে জন্মে কত কি
পুরো বাংলার এক প্রকৃতি
কখন সবুজ, কখন হলুদ
কখনোবা মিশ্র কোন সুখ।


এখন দেখছি হলদে তোমায়
দুদিন বাদেই সবুজ
বর্ষাতে তুমি টইটম্বুর
বড়ই বেশি অবুঝ।


হেলেঞ্চা তুমি ভাল থেকো
রেখো ধরে প্রকৃতি।
কখনো কখনো উগ্রহইও
কেউ যেন নাকরে তোমার ক্ষতি।