স্বাধীনতার জন্য যুদ্ধ ছিলো অনেক লম্বা
এটা তোমার স্বাধীনতা আমার মুক্তির জন্য,
প্রতিনিয়ত শরীর দিয়ে তুমি যুদ্ধ করেছ,
আমি ছিলাম অন্তরালে দেখেছি কষ্ট কাকে বলে,
তোমাকে গুংরিয়ে কাঁদতে দেখেছি আবার লরেছ,
প্রতিবাদের ভাষায় নিজেকেই কষ্ট দিয়েছ,
দারিয়েছ আবার তুমি করেছ সে যুদ্ধ,
আমিতো পাসেই ছিলাম স্বার্থপরতা অনবদ্ধ,
আমার জন্য তোমার মুক্তি চাইতাম বার বার,
মনে হতে তুমিও চাও হতেই আমার।


তোমার কষ্ট আমার চাওয়া সবমিলে মুক্তি পাও,
ভাবনায় আমার আকাশ ছোয়া দুজনে মিলে যাওয়া,
হটাৎ তোমার বদলে যাওয়া মুক্তির আনন্দ না পাওয়া
পরাধীনতার দিনগুলে ভুলতে তোমার কষ্টপাওয়া
কোথায় যেন তোমার সেই পিছুটান স্বাধীনতার ম্লান,
তোমার স্বাধীনতার তুমি তোমার মত কাটবে জীবন
সেখানে তবু কেন আজো থাকবে রাবন ....
তোমার প্রতিটা দিন পর্যবেক্ষন করছি শুধু আমি
সব কিছুই ঠিক আছে সব তেমার কাছে দামি
তোমার স্বাধীন জীবনে নেই আমি .....