দেখতে দেখতেই উনষাটে পা রেখেছি
মন তবু পরে আছে একুশের ঘরে,
দিনগুলো কিভাবে চলে গেল?
মনটা তো সেই একই ঘরে পরে আছে,


প্রেমিকারা আজ দিদা ঠাকুমা
আমি সেই দাদাতেই রয়ে গেছি,
ঝাকরা চুলে টাক ধরেছে রংহয়েছে সাদা
স্মৃতির পটে তাদের ছবি রং তুলিতে আকা।


প্রেমিক মন খিজে ফিরে সেই সোনালী দিন
চামরা কুচকে মুখটা হয়েছে মলিন।
হাটুর শক্তি কমেগেছে হাতে উঠেছে লাঠি,
রঙ্গিন পোশাক কবে ছেরেছি পায়ে রয়েছে চটি।


তোমরা হয়তো গল্প করছ নাতি নাতনি নিয়ে,
আমার তো কখনো করাই হলোনা বিয়ে,
আসলোনা কেউ ঘরটা জুরে করলোনা মনের বদল
প্রেমিক হিসেবে আমি কখনোই ছিলাম কি সফল?


উনষাটে পারেছি বুকে বেধেছি কত কষ্ট,
তোমাদের কত সুখ দেখেছি,আমি শুধুই কেদেছি,
সময়ের কাছে হার মেনেছি কতবার কত কি ভেবেছি
সময় স্রোতে গাভাসিয়ে উনষাটে পারেখেছি।