তোমার চোখে আর আমার স্বপ্ন নেই
তুমি নতুন করে স্বপ্ন বুনছো
তাতে আমার অস্তিত্ব নেই
আমি তোমার মনের কোঠরে নেই আর
এখন যেন হটাৎ দেখা কেউ আমি
কত গল্প হারিয়ে ফেলেছ
কত স্বপ্ন নিজের হাতে নষ্ট করেছ,
আজ আমি দিশেহারা ,পথভ্রষ্ট
নির্বিকার আমার স্বপ্নেরা
ধুলিতে মিসে গেছে আমার যোগ্যতা
হারিয়েছি পরিচয়,অস্তিত্বটাও
রাত নামতেই ক্লান্তি ভর করে
চোখ তবু তোমার পথের পানে
মন বলে "তুমি আসবে  হয়তো আবার"
সময় শুধুই দীর্ঘশ্বাস বাড়ায়,
পালাতে ইচ্ছে করে আমার,
এ জীবন থেকে,প্রকৃতি থেকে
দুরে বহু দুরে, আমার থেকেও দুরে
যেখে তুমি আর ছুতে পারবেনা আমায়
যেখানে কেউ দেখবেনা আমার কষ্ট
বাধা আসবেনা আমার কোন কাজে
মনে হবেনা আমি বড্ড বাজে।
নিজেকে নিজে ভিন্য করতে ইচ্ছে হয়,
জীবন কেন এত কষ্ট ময়?
বার বারই পালাতে ইচ্ছে হয়।