পাড়ায় পরেছে রবরব স্বর
ছেলেরা ছেরেছে আপন ঘর,
জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী পূজো
তাই জামাইদের এত খোজা
শাশুরী দেবে মেয়ের জামাই কে পূজো
সন্তানাদি নিয়ে সুখে বেচো,


জামাইরা বসে থাকে এমন দিনের আশায়
শাশুরী আশির্বাদে ষষ্ঠী দেবী সুখে ভাসায়,
জামাই কে দেওয়া হয় ভূরিভোজন
সাথে কখনো আসেন কাছের আত্মীয় স্বজন,
শশুর বাড়ি ঠোকার পরে জামাই থাকে দেবতা রুপে
পঞ্চবেঞ্জন ভোজন শেষে জামাই সেই আগের বেশে।